গোলাপি বলের টেস্ট না খেলার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইংল্যান্ড
লন্ডন, ১৪ জানুয়ারি(হি.স.) : আগামী অ্যাশেজ সিরিজে ইংল্যান্ড গোলাপি বলের (দিবা-রাত্রির টেস্ট) টেস্ট না খেলার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। ইতিমধ্যে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাদের এই সিদ্ধান্ত অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডকে (সিএ) জানিয়েছে।
গোলাপি বলের টেস্ট না খেলার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইংল্যান্ড


লন্ডন, ১৪ জানুয়ারি(হি.স.) : আগামী অ্যাশেজ সিরিজে ইংল্যান্ড গোলাপি বলের (দিবা-রাত্রির টেস্ট) টেস্ট না খেলার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। ইতিমধ্যে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাদের এই সিদ্ধান্ত অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডকে (সিএ) জানিয়েছে।

সম্প্রতি অষ্ট্রেলিয়াতে শেষ হওয়া অ্যাশেজের দিবা-রাত্রির টেস্টে কোনও প্রকার পাত্তাই পায়নি ইংল্যান্ড। ২০২৭ সালের মার্চে মেলবোর্নে একমাত্র দিবা-রাত্রির টেস্ট আয়োজনের পরিকল্পনা থাকলেও, ইংল্যান্ড এখনও প্রস্তুতি ম্যাচের আগেও এই ফরম্যাটে খেলার জন্য রাজি নয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গোলাপি বল দর্শকবান্ধব হলেও ব্যাটারদের জন্য ফ্লাডলাইটের আলোয় দেখার সমস্যা সৃষ্টি করে।

২০১৫ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দিবা-রাত্রির টেস্ট অনুমোদন দিয়েছে। এ পর্যন্ত খেলা ২৫টি ম্যাচের মধ্যে ১৪টি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হয়েছে। ইংল্যান্ড এই ফরম্যাটে মোট ১৫টি ম্যাচ খেলে মাত্র ২টি জয় পেয়েছে এবং চারটি ম্যাচে অস্ট্রেলিয়ায় হেরেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande