
আহমেদাবাদে, ১৪ জানুয়ারি (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার সকালে তাঁর গুজরাট সফরের দ্বিতীয় দিনে আহমেদাবাদের জগন্নাথ মন্দির পরিদর্শন করেন। অমিত শাহ এদিন আহমেদাবাদের নারানপুরা এলাকায় গুজরাট হাউজিং বোর্ডের পুনর্নির্মাণ প্রকল্পের আওতায় সূর্য অ্যাপার্টমেন্ট সেকশন-২ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়াও, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদাবাদের নারানপুরা এলাকায় উত্তরায়ণ উপলক্ষ্যে তাঁর পরিবার এবং বিজেপির কর্মীদের সঙ্গে ঘুড়ি ওড়ান।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ