ডব্লিউপিএল ইতিহাসে হরমনপ্রীত কৌর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ১০০০ রান পূর্ণ করলেন
মুম্বই, ১৪ জানুয়ারি (হি.স.) : ন্যাট সাইভার-ব্রান্টের পর হরমনপ্রীত কৌর মহিলা প্রিমিয়ার লিগের ( ডব্লিউপিএল) ইতিহাসে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ১০০০ রান পূর্ণ করলেন । মঙ্গলবার গুজরাট জায়ান্টসের বিপক্ষে ১৯৩ রানের লক্ষ্য তাড়া করার সময় ডব্লিউপিএ
ডব্লিউপিএল ইতিহাসে হরমনপ্রীত কৌর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ১০০০ রান পূর্ণ করলেন


মুম্বই, ১৪ জানুয়ারি (হি.স.) : ন্যাট সাইভার-ব্রান্টের পর হরমনপ্রীত কৌর মহিলা প্রিমিয়ার লিগের ( ডব্লিউপিএল) ইতিহাসে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ১০০০ রান পূর্ণ করলেন ।

মঙ্গলবার গুজরাট জায়ান্টসের বিপক্ষে ১৯৩ রানের লক্ষ্য তাড়া করার সময় ডব্লিউপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হরমনপ্রীত এই রেকর্ডে পৌঁছে যান ।

৩৬ বছর বয়সী এই খেলোয়াড় ৪৩ বলে ৭১ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে এমআইকে সাত উইকেটের জয় এনে দেন।

গত মরসুমে এমআই-এর হয়ে খেলার সময় সায়ভার-ব্রান্ট ১০০০ রানের মাইলফলক স্পর্শ করেছিলেন, তার বর্তমান রান ১১০১।

ডব্লিউপিএল ইতিহাসে শীর্ষ পাঁচ সর্বোচ্চ রান:

**ন্যাট সায়ভার-ব্রান্ট - ১১০১

**হরমনপ্রীত কৌর - ১০১৬

**মেগ ল্যানিং - ৯৯৬

**এলিস পেরি - ৯৭২

**শেফালি ভার্মা - ৮৮৭

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande