
হাজারিবাগ, ১৪ জানুয়ারি (হি.স.) : ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার হাবিব নগর এলাকায় বুধবার ভয়াবহ বিস্ফোরণে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও এক জন গুরুতরভাবে আহত হয়েছেন। বিস্ফোরণের জেরে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পুলিশ প্রশাসন তৎপর হয়ে ওঠে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম রশিদা পারভিন , সাদ্দাম এবং নানহি পারভিন। মৃতদের মধ্যে দু’জন মহিলা ও এক জন পুরুষ রয়েছেন। আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই বিস্ফোরণটি বড় বাজার ওপি এলাকার অন্তর্গত একটি খোলা জায়গায় ঘটে। বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকাই বিস্ফোরণ ঘটে, যার ফলে এলাকায় হইচই পড়ে যায়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ঝোপঝাড় পরিষ্কারের সময় এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে, যদিও এখনও পর্যন্ত বিষয়টি সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। কী ধরনের বিস্ফোরণ এবং তার প্রকৃত কারণ কী, তা নিয়ে তদন্ত চলছে।
ঘটনার খবর পেয়ে চারটি থানার ওসি এবং দুই জন ডিএসপি ঘটনাস্থলে পৌঁছান। নিরাপত্তার স্বার্থে গোটা এলাকা পুলিশ ঘিরে ফেলে। তদন্তে ডগ স্কোয়াড ও প্রযুক্তিগত দলকে নামানো হয়েছে।
হাজারিবাগের পুলিশ সুপার জানান, ঘটনার গুরুত্ব বিচার করে পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে। ফরেনসিক ও প্রযুক্তিগত রিপোর্ট হাতে পাওয়ার পরই বিস্ফোরণের কারণ স্পষ্ট হবে।
উল্লেখ্য, এর আগেও ২০১৬ সালে হাবিব নগর এলাকায় এক বিস্ফোরণে ছয় জনের মৃত্যু হয়েছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য