( আপডেট) ইরান ছাড়ার জরুরি নির্দেশিকা জারি করল ভারত, প্রকাশিত হেল্পলাইন নম্বর
নয়াদিল্লি, ১৪ জানুয়ারি (হি. স.) : ইরানে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং উত্তপ্ত পরিস্থিতির কথা বিবেচনা করে ভারতীয় নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করল বিদেশ মন্ত্রক। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতীয়দের ইরান সফর এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এ
( আপডেট) ইরান ছাড়ার জরুরি নির্দেশিকা জারি করল ভারত, প্রকাশিত হেল্পলাইন নম্বর


নয়াদিল্লি, ১৪ জানুয়ারি (হি. স.) : ইরানে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং উত্তপ্ত পরিস্থিতির কথা বিবেচনা করে ভারতীয় নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করল বিদেশ মন্ত্রক। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতীয়দের ইরান সফর এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে, বর্তমানে ইরানে অবস্থানরত ভারতীয়দের দ্রুত সেই দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দূতাবাস থেকে হেল্পলাইন নম্বর প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ইরানের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। এর আগে গত ৫ জানুয়ারি একই ধরণের একটি নির্দেশিকা জারি করা হয়েছিল। তবে পরিস্থিতির আরও অবনতি হওয়ায় এবার ভারতীয় দূতাবাস নাগরিকদের যে কোনও বাণিজ্যিক বিমান বা উপলব্ধ যাতায়াত ব্যবস্থার মাধ্যমে দ্রুত দেশ ছাড়ার কথা বলেছে।

তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, এই নির্দেশিকা ইরানের সমস্ত ভারতীয়দের জন্য প্রযোজ্য, বিশেষ করে ছাত্রছাত্রী, তীর্থযাত্রী, ব্যবসায়ী, পর্যটক। ভারতীয় নাগরিকদের বিক্ষোভস্থল বা জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, নিজেদের পাসপোর্ট এবং প্রয়োজনীয় নথিপত্র সবসময় প্রস্তুত রাখতে বলা হয়েছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগের জন্য দূতাবাস থেকে হেল্পলাইন নম্বর প্রকাশ করা হয়েছে, মোবাইল নম্বর : +৯৮৯১২৮১০৯১১৫, +৯৮৯১২৮১০৯১০৯, +৯৮৯১২৮১০৯১০২, +৯৮৯৯৩২১৭৯৩৫৯। ইমেল : cons.tehran@mea.gov.in। রেজিস্ট্রেশন লিঙ্ক: https://www.meaers.com/request/home (ইরানে থাকা সমস্ত ভারতীয়কে এই লিঙ্কে নাম নথিভুক্ত করতে বলা হয়েছে)।

মার্কিন নিষেধাজ্ঞার জেরে ইরানে ব্যাপক মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। এর প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন বর্তমানে সরকার বিরোধী বিক্ষোভের রূপ নিয়েছে। বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর সরকারি পদক্ষেপের ফলে মৃত্যুর খবরও সামনে আসছে। এই চরম বিশৃঙ্খলার মাঝেই নিজ দেশের নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সক্রিয় হয়েছে ভারত সরকার।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande