
নয়াদিল্লি, ১৪ জানুয়ারি (হি.স.): সশস্ত্র বাহিনীর প্রবীণরা জাতীয় চেতনার জীবন্ত স্তম্ভ এবং সম্মিলিত সাহসের প্রতীক, এই মন্তব্য করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বুধবার নতুন দিল্লিতে সশস্ত্র বাহিনীর প্রবীণদের দিবসে ভাষণ দিতে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, প্রবীণরা দেশ গঠনের প্রতিটি ক্ষেত্রে অবদান রাখেন এবং শৃঙ্খলা, নেতৃত্ব এবং সাহসের মতো তাদের গুণাবলী দিয়ে সমাজকে পরিচালিত করেন। তিনি জোর দিয়ে বলেন, প্রবীণদের পোশাকের রঙ এবং কর্মক্ষেত্রের রঙ পরিবর্তিত হতে পারে, কিন্তু দেশপ্রেম এবং সেবার অনুভূতি একই থাকে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ