দিল্লির জনগন ভালো স্বাস্থ্য পরিষেবা পাবে, আরোগ্য মন্দির প্রসঙ্গে মন্তব্য রেখা গুপ্তার
নয়াদিল্লি, ১৪ জানুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে উদ্বোধন হয়েছে ৮১টি আরোগ্য মন্দির। এই ৮১টি আরোগ্য মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, মকর সংক্রান্তির এই উৎসবে, আজ দিল্লিতে আমরা পরবর্তী ৮১টি আরোগ্য মন্দির জনসাধারণের জন
রেখা গুপ্তা


নয়াদিল্লি, ১৪ জানুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে উদ্বোধন হয়েছে ৮১টি আরোগ্য মন্দির। এই ৮১টি আরোগ্য মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, মকর সংক্রান্তির এই উৎসবে, আজ দিল্লিতে আমরা পরবর্তী ৮১টি আরোগ্য মন্দির জনসাধারণের জন্য উৎসর্গ করার কাজ শুরু করছি। পূর্বে, দিল্লিতে ২৩৮টি আরোগ্য মন্দির ইতিমধ্যেই খোলা হয়েছে। ধারাবাহিকভাবে, এই আরোগ্য মন্দিরগুলির মাধ্যমে, আমরা দিল্লিকে প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য একটি সুবিধাজনক স্থান প্রদান করছি। দিল্লিতে মানুষ ভালো স্বাস্থ্যসেবা পাবে। আমাদের ১১০০টি আরোগ্য মন্দিরের লক্ষ্য রয়েছে এবং আমরা তা অর্জনের জন্য কাজ করছি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande