জয়পুর–বিকানের জাতীয় সড়কে দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু
সিকার, ১৪ জানুয়ারি (হি. স.): রাজস্থানের সিকার জেলার জয়পুর–বিকানের জাতীয় সড়কে বুধবার সন্ধ্যায় এক সড়ক দুর্ঘটনায় ছয়জন মহিলা প্রাণ হারিয়েছেন। গুরুতরভাবে আহত আরও তিনজন। দুর্ঘটনাটি ফতেহপুর থানা এলাকার হরস্বা গ্রামের নিকট ঘটে। প্রশাসন সূত্রে জা
দুর্ঘটনা


সিকার, ১৪ জানুয়ারি (হি. স.): রাজস্থানের সিকার জেলার জয়পুর–বিকানের জাতীয় সড়কে বুধবার সন্ধ্যায় এক সড়ক দুর্ঘটনায় ছয়জন মহিলা প্রাণ হারিয়েছেন। গুরুতরভাবে আহত আরও তিনজন। দুর্ঘটনাটি ফতেহপুর থানা এলাকার হরস্বা গ্রামের নিকট ঘটে।

প্রশাসন সূত্রে জানা গেছে, একটি দ্রুতগতির ট্রাক ও একটি যাত্রিবাহী গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং যাত্রীরা গাড়ির ভিতরে আটকে পড়েন। স্থানীয়দের সহায়তায় উদ্ধারকাজ শুরু হয় এবং পরবর্তীতে পুলিশ ও প্রশাসনের দল ঘটনাস্থলে পৌঁছায়।

আহতদের দ্রুত ফতেহপুর ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য উচ্চতর চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।

এক পুলিশ আধিকারিক জানিয়েছে, দুর্ঘটনাকবলিত গাড়িটি লক্ষ্মণগড় (সিকার) থেকে ফতেহপুরের দিকে যাচ্ছিল। গাড়িতে থাকা যাত্রীরা লক্ষ্মণগড়ে একটি শোকানুষ্ঠানে অংশগ্রহণ করে বাড়ি ফিরছিলেন।

দুর্ঘটনায় নিহতদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তাঁরা হলেন— সন্তোষ দেবী, তুলসী দেবী, মোহনী দেবী, ইন্দ্রা, আশা দেবী এবং চন্দা দেবী। আহতদের চিকিৎসা চলমান রয়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande