ডব্লুউপিএল:হরমনপ্রীতের নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স রেকর্ড জয় পেল
মুম্বই, ১৪ জানুয়ারি(হি.স.): হরমনপ্রীত কৌর যখন ব্যাট করতে নামেন, তখন মুম্বই ইন্ডিয়ান্সের রান ছিল ৩৭/২, এবং ১৯৩ রানের লক্ষ্য অনেক দূরে মনে হচ্ছিল। কিন্তু মঙ্গলবার উইমেন্স প্রিমিয়ার লিগের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স শুরুর দিকের ভয়াবহ ব্যাটিংয়ের ধাক্
ডব্লুউপিএল:হরমনপ্রীতের নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স রেকর্ড জয় পেল


মুম্বই, ১৪ জানুয়ারি(হি.স.): হরমনপ্রীত কৌর যখন ব্যাট করতে নামেন, তখন মুম্বই ইন্ডিয়ান্সের রান ছিল ৩৭/২, এবং ১৯৩ রানের লক্ষ্য অনেক দূরে মনে হচ্ছিল।

কিন্তু মঙ্গলবার উইমেন্স প্রিমিয়ার লিগের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স শুরুর দিকের ভয়াবহ ব্যাটিংয়ের ধাক্কা কাটিয়ে গুজরাট জায়ান্টসের বিপক্ষে সাত উইকেটের জয় নিশ্চিত করে, অধিনায়ক ৪৩ বলে অপরাজিত ৭১ রানের মাধ্যমে সামনে থেকে নেতৃত্ব দেন হরমোনপ্রীত।

প্রায় জনাকীর্ণ ডিওয়াই পাতিল স্টেডিয়াম যখন তার নাম উচ্চারণ করছিল, তখন শান্ত ও সংযত হরমনপ্রীত দুটি গুরুত্বপূর্ণ জুটি গড়ে তোলেন — তৃতীয় উইকেটে অমনজোত কৌরের সঙ্গে ৪৪ বলে ৭২ রানের এবং তারপর নিকোলা কেরির সঙ্গে ৪৩ বলে ৮৪ রানের অবিচ্ছিন্ন জুটি — যার ফলে বর্তমান চ্যাম্পিয়ন টুর্নামেন্টে তাদের সর্বোচ্চ রান তাড়া করে।

সর্বোচ্চ সফল তাড়া করার তালিকা:

**জিজি-র বিপক্ষে আরসিবি ২০২ রান তাড়া করে (১৪ ফেব্রুয়ারি, ২০২৫)

**জিজি-র বিরুদ্ধে এমআই ১৯৩ রান তাড়া করে (১৩ জানুয়ারী, ২০২৬)

**জিজি-র বিরুদ্ধে এমআই ১৯১ রান তাড়া করে (৯ মার্চ, ২০২৪)

**জিজি-র বিরুদ্ধে আরসিবি ১৮৯ রান তাড়া করে (১৮ মার্চ, ২০২৩)

**জিজি-র বিপক্ষে ইউপিডব্লিউ ১৭৯ রান তাড়া করে (২০ মার্চ, ২০২৩)

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande