
পাথারকান্দি (অসম), ১৫ জানুয়ারি (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তর্গত পাথারকান্দি থানাধীন দোহালিয়ার পার্শ্ববর্তী ঘিলাইটিকর পাহাড়ে সংঘটিত ভয়াবহ দুর্ঘটনায় এক বালকের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় পরিবারের আরও পাঁচ সদস্য গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে বুধবার রাত প্রায় দশটা নাগাদ। জানা গেছে, জেলা বন বিভাগের উচ্ছেদ নোটিশ পেয়ে গতকাল রাতে দোহালিয়া রেঞ্জ ফরেস্টের মধুরবন্দ বড়থলের অবৈধ বাসিন্দা করমুস আলি তাঁর স্ত্রী মায়ারুন নেসা সহ পরিবারের ছয় সদস্যকে নিয়ে একটি ডিআই পিকআপ ভ্যাানে ঘরের আসবাবপত্র বোঝাই করে তাদের পুরাতন বাড়ি রামকৃষ্ণনগরের ভৈরবনগর পলডহরে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটনাটি ঘটেছে।
ভৈরবনগরের পলডহরে যাওয়ার পথে ঘিলাইটিকর পাহাড়ি রাস্তায় দাঁড়িয়েছিল একটি গাড়ি। রাস্তায় গাড়িটি থাকায় এগোতে বাধার সম্মুখিন হচ্ছিল ডিআই পিকআপটি। এরই মধ্যে ডিআই পিকআপটি পাশ কেটে এগোচ্ছিল। তখন গাড়ির যাত্রীরা দুর্ঘটনার আতঙ্কে হুলস্থুল শুরু করেন। এরই মধ্যে করমুস আলির ছেলে আসিমিয়া হায়ার সেকেন্ডারি স্কুলের নবম শ্রেণির ছাত্র জামরুল হক গাড়ি থেকে লাফিয়ে রাস্তায় পড়ে। রাস্তায় পড়লে পেছন দিক থেকে একটি ডাম্পার এসে চাকা দিয়ে পিষে দেয় জামরুল হককে।
এদিকে ডিআই পিকআপটিও নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি রাস্তা থেকে গড়িয়ে প্রায় ২৫ ফুট গভীর খাদে গিয়ে পড়ে। এতে একই পরিবারের আরও পাঁচ সদস্য ডিআই পিকআপ থেকে ছিটকে পাহাড়ের বিভিন্ন জায়গায় পড়ে গুরুতরভাবে আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে পাথারকান্দি থানা থেকে পুলিশের দল গিয়ে স্থানীয়দের সহযোগিতায় নিহত জামরুলের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শ্রীভূমি সিভিল হাসপাতালে পাঠিয়েছে। অন্যদিকে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস