পলাতক তিন বিচারাধীন বন্দি ফিরলো সিওনি সংশোধনাগারে
সিওনি, ১৫ জানুয়ারি (হি.স.): মধ্যপ্রদেশের সিওনি জেলার নাগঝার গ্রামে অবস্থিত জেলা সংশোধনাগার থেকে ধর্ষণ মামলায় বিচারাধীন তিন বন্দি বুধবার বিকেলে নিরাপত্তা বেষ্টনী ভেঙে পালিয়ে যায়। সন্ধ্যায় গুনতির সময় ওই তিনজনের অনুপস্থিতি ধরা পড়ে। সংশোধনাগার
সিওনিতে জেলা জেল থেকে পালানো তিন বন্দি পরিবারের সহায়তায় ফিরে এল


সিওনি, ১৫ জানুয়ারি (হি.স.): মধ্যপ্রদেশের সিওনি জেলার নাগঝার গ্রামে অবস্থিত জেলা সংশোধনাগার থেকে ধর্ষণ মামলায় বিচারাধীন তিন বন্দি বুধবার বিকেলে নিরাপত্তা বেষ্টনী ভেঙে পালিয়ে যায়। সন্ধ্যায় গুনতির সময় ওই তিনজনের অনুপস্থিতি ধরা পড়ে।

সংশোধনাগার কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তল্লাশি শুরু করে।

সূত্রের খবর, সংশোধনাগার কর্তৃপক্ষ পলাতকদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টির গুরুত্ব বোঝায়। পরিবারের সদস্যরাই বন্দিদের খুঁজে এনে সংশোধনাগারে হাজির করায়।

দুন্ডা সিওনি থানার এক আধিকারিক জানান, পলাতক বিজয় লাঞ্জেওয়ার, অঙ্কিত শ্রীবাস এবং বিশাল-এর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্তের পাশাপাশি সংশোধনাগারের নিরাপত্তা ব্যবস্থারও পর্যালোচনা করছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande