এবার মাইক্রো অবজার্ভারদের ইস্তফায় বিপত্তি ফরাক্কায়, ধাক্কা খাচ্ছে এসআইআর
মুর্শিদাবাদ, ১৫ জানুয়ারি, (হি স): বিএলও-র পর মাইক্রো অবজার্ভার! ফরাক্কায় এসআইআরের কাজে ইস্তফা দিলেন ৯ জন মাইক্রো অবজার্ভার। যার ফলে বৃহস্পতিবার দুপুরেও শুনানি প্রক্রিয়া শুরু করা যায়নি। মাইক্রো অবজার্ভাররা না এলে শুনানি শুরু করা যাবে না বলে জানিয়েছে
এবার মাইক্রো অবজার্ভারদের ইস্তফায় বিপত্তি ফরাক্কায়, ধাক্কা খাচ্ছে এসআইআর


মুর্শিদাবাদ, ১৫ জানুয়ারি, (হি স): বিএলও-র পর মাইক্রো অবজার্ভার! ফরাক্কায় এসআইআরের কাজে ইস্তফা দিলেন ৯ জন মাইক্রো অবজার্ভার। যার ফলে বৃহস্পতিবার দুপুরেও শুনানি প্রক্রিয়া শুরু করা যায়নি। মাইক্রো অবজার্ভাররা না এলে শুনানি শুরু করা যাবে না বলে জানিয়েছেন বিডিও জুনায়েদ আহমেদ। চূড়ান্ত ভোগান্তির শিকার ভোটাররা।

এসআইআরের নামে সাধারণ মানুষকে হেনস্তা করা হচ্ছে। এই অভিযোগে, বুধবার ফরাক্কার বিডিও অফিসে ভাঙচুর চালানো হয়। ব্যাহত হয় শুনানি প্রক্রিয়া! পাশাপাশি কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ফরাক্কার প্রায় ২০০ বিএলও কাজ থেকে গণইস্তফা দেন। কিন্তু তাঁদের ইস্তফা গ্রহণ করেনি কমিশন। তারপরই ৯ জন মাইক্রো অবজার্ভাররা ইস্তফা দিলেন। ফলে এদিন শুনানি প্রক্রিয়া নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে।

এদিকে বিডিও অফিসে ভাঙচুরের ঘটনায় কমিশনের নির্দেশে এফআইআর করা হয়েছে। ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন ফরাক্কার তৃণমূলের যুবনেতা। তাঁকে শ্বশুরবাড়ি ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হবে| পাশাপাশি বৃহস্পতিবার বিডিও অফিসে পরিদর্শনে আসেন জঙ্গিপুর মহকুমাশাসক এস রেড্ডি। এলাকা ঘুরে দেখেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande