
রাবাত, ১৫ জানুয়ারি(হি.স.): আফ্রিকা কাপ অব নেশন্সের রেকর্ড চ্যাম্পিয়ন মিশরকে হারিয়ে চার আসরের মধ্যে তৃতীয়বার ফাইনালে গেল সেনেগাল। ২০২১ সালে একমাত্র শিরোপা সেনেগাল জিতেছিল মিশরকে টাইব্রেকারে হারিয়ে।
মরক্কোয় প্রথম সেমি-ফাইনালে বুধবার সেনেগাল জিতেছে ১-০ গোলে। গোলটি করেছেন দলটির তারকা ফরোয়ার্ড সাদিও মানে।
সেনেগালের রেকর্ড স্কোরার মানের আন্তর্জাতিক ফুটবলে ১২৫ ম্যাচে গোল হলো ৫৩টি। আর চলতি আসরে দ্বিতীয় গোল করেছেন মানে।
ম্যাচে প্রায় ৬৪ শতাংশ বল পজেশন রেখে গোলের জন্য ১২টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখতে পারে সেনেগাল। মিশরের ৩ শটের কেবল একটি লক্ষ্যে ছিল।
আগামী রবিবার শিরোপা লড়াইয়ে নামবে সেনেগাল, খেলবে মরক্কোর সঙ্গে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি