
মুজফফরপুরে, ১৫ জানুয়ারি (হি.স.) : বিহারের মুজফফরপুরে এক মহিলা ও তাঁর তিন সন্তানের দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার অহিয়াপুর থানার অন্তর্গত এলাকার চাঁদওয়ারা সেতুর কাছে এক নদী থেকে চারটি দেহ উদ্ধার করা হয়। মৃত মহিলা ও তাঁর শিশুরা গত চার দিন ধরে নিখোঁজ ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত মহিলার নাম মমতা, তিনি পেশায় অটোচালক কৃষ্ণ মোহনের স্ত্রী। কয়েক দিন আগে তিনি তিন সন্তানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান এবং আর ফিরে আসেননি। পরে স্বামী অহিয়াপুর থানায় নিখোঁজ দায়ের করেন।
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তদন্ত শুরু করেছে। পরিবারের সদস্যদের অভিযোগ, মমতা কোনও প্রয়োজনীয় সামগ্রী বা আগাম কিছু না জানিয়েই বাড়ি ছেড়েছিলেন। তাঁদের আশঙ্কা, মমতা ও তাঁর সন্তানদের অপহরণ করে খুন করা হয়েছে।
মুজফফরপুরের পুলিশ সুপার জানিয়েছেন, চারটি দেহই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য