
বাঁকুড়া, ১৫ জানুয়ারি (হি.স.): ভোটার সংক্রান্ত আপত্তি জানানোর ফর্ম ৭ জমা করতে না পারার অভিযোগে বাঁকুড়ার ওন্দায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপি। বৃহস্পতিবার বিজেপি কর্মীরা হাজারখানেক ফর্ম ৭ নিয়ে ওন্দা ব্লক অফিসে যান। ব্লক অফিস তা জমা না নেওয়ায় বাঁকুড়া বিষ্ণুপুর জাতীয় সড়কে অবরোধ করে বিক্ষোভ হয়। পুলিশের হস্তক্ষেপে পরে অবরোধ ওঠে। বিজেপির তরফে জানানো হয়, ব্লক অফিস আমাদের ফর্ম ৭ জমা নিতে চায়নি। তাই পথ অবরোধ করে বিক্ষোভ করতে বাধ্য হয়েছি। তৃণমূলের তরফে জানানো হয়, বিজেপি নির্বাচন কমিশনের নিয়মনীতি কিছুই মানছে না। সময় থাকতে ওরা আবেদন জমা করেনি, এখন দিকে দিকে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। এ দিকে বাঁকুড়ার ছাতনা ব্লক অফিসেও বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে গোলমাল বাধে। বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদকের অভিযোগ, আমরা ফর্ম ৭ জমা করতে না পেরে ব্লক অফিসে আলোচনার জন্য গিয়েছিলাম, অতর্কিতে তৃণমূল কর্মীরা অফিসে ঢুকে আমাদের সঙ্গে ঝামেলা শুরু করে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ