২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য কানাডার দল ঘোষণা
অটোয়া, ১৫ জানুয়ারি (হি.স.) : ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর জন্য ১৫ সদস্যের দল বুধবার রাতে ঘোষণা করেছে কানাডা । কানাডা ২০২৪ সালে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করে, যেখানে তারা গ্
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য কানাডার দল ঘোষণা


অটোয়া, ১৫ জানুয়ারি (হি.স.) : ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর জন্য ১৫ সদস্যের দল বুধবার রাতে ঘোষণা করেছে কানাডা ।

কানাডা ২০২৪ সালে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করে, যেখানে তারা গ্রুপ এ-তে চতুর্থ স্থান অর্জন করে এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয় নিশ্চিত করতে সক্ষম হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপ আমেরিকাস রিজিওনাল ফাইনাল জিতে ২০২৬ সালের টুর্নামেন্টের জন্য যোগ্যতা অর্জন করে, যেখানে তারা তাদের ছয়টি ম্যাচই জিতেছিল।

দিলপ্রীত বাজওয়ার নেতৃত্বাধীন দলটি আফগানিস্তান, নিউ জিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে গ্রুপ ডি-তে জায়গা পেয়েছে।

কানাডা ৯ ফেব্রুয়ারি আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের অভিযান শুরু করবে, এরপর ১৩ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরশাহী এবং ১৭ ফেব্রুয়ারি নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলবে। ১৯ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে তাদের গ্রুপ পর্বের অভিযান শেষ করবে।

স্কোয়াড:

দিলপ্রীত বাজওয়া (অধিনায়ক), অজয়বীর হুন্দাল, আনশ প্যাটেল, দিলন হেইলিগার, হর্ষ ঠাকর, জাসকরনদীপ বাট্টার, কলিম সানা, কানওয়ারপাল তাথগুর, নবনীত ধালিওয়াল, নিকোলাস কিরটন, রবিন্দরপাল সিং, সাদ বিন জাফর, শিবম শর্মা, শ্রেয়াস মোভভা, যুবরাজ সাম্রাজ।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande