কাছাড়ের সোনাইয়ে জনস্বাস্থ্যের পানীয় জলের ট্যাংকে পড়ে মৃত্যু শিশুর
সোনাই (অসম), ১৫ জানুয়ারি (হি.স.) : কাছাড় জেলার অন্তর্গত সোনাই বিধানসভা এলাকাধীন শেলুরপার গ্রামের জলজীবন মিশন প্ৰকল্পের অধীনে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের নবনিৰ্মিত পানীয় জলের ট্যাংকে পড়ে মৃত্যু হয়েছে সাড়ে চার বছরের এক শিশুপুত্রের। নিহতকে দিনমজুর বা
সোনাইয়ে পিইচই প্রকল্পের ট্যাঙ্কের জলে ডুবে মৃত্যু শিশুর


সোনাই (অসম), ১৫ জানুয়ারি (হি.স.) : কাছাড় জেলার অন্তর্গত সোনাই বিধানসভা এলাকাধীন শেলুরপার গ্রামের জলজীবন মিশন প্ৰকল্পের অধীনে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের নবনিৰ্মিত পানীয় জলের ট্যাংকে পড়ে মৃত্যু হয়েছে সাড়ে চার বছরের এক শিশুপুত্রের। নিহতকে দিনমজুর বাহার উদ্দিন চৌধুরীর শিশুপুত্র ওয়াহিদ আহমেদ বড়ভুইয়াঁ।

ঘটনাটি সংঘটিত হয়েছে আজ বৃহস্পতিবার সকালে। আরেকটি শিশুর সঙ্গে বাড়ির পাশে ওই জল প্রকল্পে চলে গিয়েছিল ওয়াহিদ আহমেদ। তখনই অঘটনটি ঘটে।

স্থানীয়দের কাছে জানা গেছে, পানীয় জলের ওই প্লান্টের ওপর ঘুরছিল কয়েকটি শিশু। কিন্তু কোনওভাবে ওয়াহিদ আহমেদ ট্যাংকে পড়ে যায়।

এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সোনাই পুলিশ। শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande