
ভোপাল, ১৫ জানুয়ারি (হি.স.): মধ্যপ্রদেশের ভোপালে ট্রাক্টর-ট্রলি ও পিকআপ গাড়ির সংঘর্ষে মৃত্যু হয়েছে ৫ জনের। এছাড়াও আহত হয়েছেন ১২ জন। বৃহস্পতিবার সকালে পুলিশ জানিয়েছে, ভোপালের বেরাসিয়া থানা এলাকার বিদ্যা বিহার স্কুলের কাছে একটি ট্রাক্টর-ট্রলি ও পিকআপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়েছে এবং ১২ জনেরও বেশি গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর আহতদের সকলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেরাসিয়ার এসডিএম আশুতোষ শর্মা বলেন, বিদ্যা বিহার স্কুলের কাছে একটি ট্রাক্টর-ট্রলি ও পিকআপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়েছে। নিহতরা পিকআপ গাড়িতে ছিল। আহত হয়েছেন ১২ জন, তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ