
কলকাতা, ১৫ জানুয়ারি ( হি. স.)- গঙ্গাসাগর মেলা ২০২৬ উপলক্ষে পশ্চিমবঙ্গ সার্কেল, ডাক বিভাগ বিশেষ কভার প্রকাশ করেছে। বিশ্বের বৃহত্তম মানব-সমাবেশগুলির অন্যতম গঙ্গাসাগর মেলার আধ্যাত্মিক ও সাংস্কৃতিক গুরুত্বকে সম্মান জানাতেই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিবছর অনুষ্ঠিত এই পুণ্যমেলা ভারতীয় সংস্কৃতিতে এক অনন্য স্থান অধিকার করে রয়েছে।“গঙ্গাসাগর মেলা—ঐতিহ্য, ভক্তি, আবেগ ও আধ্যাত্মিক বিশ্বাসের সঙ্গম” শীর্ষক এই বিশেষ কভারটি প্রকাশ করেন ডাক বিভাগের ডিরেক্টর জেনারেল জিতেন্দ্র গুপ্ত। কলকাতা জিপিও-তে আয়োজিত অনুষ্ঠানে তাঁর উপস্থিতিতে কভারটি আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল অশোক কুমার-সহ ডাক বিভাগের একাধিক ঊর্ধ্বতন আধিকারিক উপস্থিত ছিলেন।ডাক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬ সালের জন্য নকশা করা এই বিশেষ কভারে গঙ্গাসাগরের ‘মহাস্নান’-এর তাৎপর্য তুলে ধরা হয়েছে। কভারে ঐতিহাসিক কপিল মুনি মন্দির, গঙ্গা নদী ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থলের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।এই বিশেষ “গঙ্গাসাগর মেলা–২০২৬” কভার কলকাতা জিপিওর ফিলাটেলিক ব্যুরোতে বিক্রির ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে ডাক বিভাগ। ডাক বিভাগের ডিরেক্টর জেনারেল জিতেন্দ্র গুপ্ত জানান ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ মেলা গঙ্গাসাগর। সেই মেলাকে কেন্দ্র করে বিশেষ ফিলাটেলিক কভার উন্মোচন করে গর্বিত ও আনন্দিত।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়