
উজ্জয়িনী, ১৫ জানুয়ারি (হি.স.): বিশ্ববিখ্যাত জ্যোতির্লিঙ্গ ভগবান শ্রী মহাকালেশ্বরের উজ্জয়িনীতে অনুষ্ঠিত মহাকাল মহোৎসব ২০২৬-এর দ্বিতীয় দিনে বৃহস্পতিবার শ্রী মহাকাল লোক প্রাঙ্গণে শিবতত্ত্বভিত্তিক বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘শিবা’ উৎসবের প্রধান আকর্ষণ হতে চলেছে। সন্ধ্যা ৭টা থেকে এই সাংস্কৃতিক সন্ধ্যায় মুম্বইয়ের খ্যাতনামা শিল্পী দল ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কোয়ার’ ভগবান শিবের তত্ত্ব, ভক্তি ও আধ্যাত্মিক চেতনা সুরে তুলে ধরবে।
মুখ্যমন্ত্রী মোহন যাদবের সাংস্কৃতিক উপদেষ্টা শ্রীরাম তিওয়ারি জানান, বীর ভারত ন্যাস, বিক্রমাদিত্য গবেষণা পীঠ এবং শ্রী মহাকালেশ্বর মন্দির প্রবন্ধক সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত পাঁচদিনব্যাপী এই মহোৎসবের উদ্দেশ্য শিবতত্ত্ব, মহাকাল ধারণা এবং ভারতীয় সংস্কৃতি, সাহিত্য ও লোকপরম্পরাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। এই উপলক্ষে দেশ-বিদেশের বিদ্বান ও শিল্পীদের অংশগ্রহণে নানা শিক্ষামূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মহোৎসবের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার সকাল থেকে ত্রিবেণী সংগ্রহালয়ে ‘শিবতত্ত্ব ও মহাকাল: পুরাতত্ত্ব, সাহিত্য ও সংস্কৃতির প্রেক্ষাপট’ শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে।
এদিন মধ্যপ্রদেশের সমৃদ্ধ জনজাতীয় ও লোকসংস্কৃতিও তুলে ধরা হবে। গোঁড়, বাইগা, ভিল-সহ বিভিন্ন জনজাতির নৃত্য ও লোকশিল্পে ফুটে উঠবে লোকজ জীবন ও আস্থার ছবি। বিকেলে রামঘাট থেকে মহাকাল লোক পর্যন্ত ডমরু বাদনের মাধ্যমে আয়োজিত হবে বিশেষ ‘কালযাত্রা’।
শ্রীরাম তিওয়ারির মতে, মহাকাল মহোৎসব শুধুমাত্র একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং এটি ভারতীয় চেতনা, শিব দর্শন ও লোকপরম্পরার এক জীবন্ত উৎসব, যা উজ্জয়িনীর সাংস্কৃতিক পরিচিতিকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে আরও দৃঢ় করবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য