
মুম্বই, ১৫ জানুয়ারি (হি.স.): ভোট দিতে গিয়ে মন্ত্রী দেখলেন, তালিকা থেকে উধাও তাঁর নাম! বৃহস্পতিবার হলো নবি মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের ভোট। নিজের এলাকায় ভোট দিতে গিয়েছিলেন মহারাষ্ট্রের বন মন্ত্রী গণেশ নায়ক। তিনি দাবি করেন, বুথের ভোটার তালিকায় তাঁর নাম ছিল না। পরে আশেপাশের আরও দু'টি বুথে তাঁর নামের খোঁজ করা হয়। তবে সেখানেও তাঁর নাম মেলেনি। প্রায় ঘণ্টা দু'য়েক পরে অন্য এলাকার একটি বুথের ভোটার তালিকায় শেষমেশ তাঁর নাম মেলে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ