নাইজেরিয়াকে হারিয়ে আফকনের ফাইনালে মরক্কো
রাবাত, ১৫ জানুয়ারি(হি.স.): আফ্রিকা কাপ অব নেশন্সের (আফকন) সেমিফাইনালে গোলরক্ষক বুনু বীরত্বে নাইজেরিয়ার বিপক্ষে জয় পেয়েছে মরক্কো। মূল ম্যাচ গোলশূন্য ড্রয়ের পর অতিরিক্ত সময়েও ম্যাচের ফল ছিল গোলশূন্য। টাইব্রেকারে বুনু দুটি শট ঠেকিয়ে দেন। মূল ম্যাচেও
নাইজেরিয়াকে হারিয়ে আফকনের ফাইনালে মরক্কো


রাবাত, ১৫ জানুয়ারি(হি.স.): আফ্রিকা কাপ অব নেশন্সের (আফকন) সেমিফাইনালে গোলরক্ষক বুনু বীরত্বে নাইজেরিয়ার বিপক্ষে জয় পেয়েছে মরক্কো। মূল ম্যাচ গোলশূন্য ড্রয়ের পর অতিরিক্ত সময়েও ম্যাচের ফল ছিল গোলশূন্য। টাইব্রেকারে বুনু দুটি শট ঠেকিয়ে দেন। মূল ম্যাচেও তিনি একটি সেভ করেন। নাইজেরিয়ার গোলরক্ষক সে তুলনায় মূল ম্যাচে কঠিন পরীক্ষা দিয়েছেন, টাইব্রেকারে সেভ করেছেন একটি শট।

এর ফলে দেশের মাটিতে মরক্কো জিতেছে ৪-২ গোলে।

আফকনে প্রায় দুই দশক পর মরক্কো ফাইনালে গেল। ২০০৪ সালে তারা হেরেছিল তিউনিসিয়ার কাছে। তারা একমাত্র শিরোপাটি জেতে ১৯৭৬ সালে। অন্যদিকে তিনবারের শিরোপা জেতা নাইজেরিয়া টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠতে ব্যর্থ হল। গত বার ফাইনালে তারা শিরোপা হারিয়েছিল আইভরি কোস্টের কাছে হেরে।

১৮ জানুয়ারির ফাইনালে মরক্কো সেনেগালের মুখোমুখি হবে। সেমিফাইনালের প্রথম ম্যাচে সেনেগাল মোহামেদ সালাহর মিশরকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। এই একমাত্র গোলটি করেছেন সাদিও মানে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande