
আগরতলা, ১৫ জানুয়ারি (হি.স.) : ত্রিপুরা ট্রাইব্যাল এরিয়া অটনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনে তিপ্রা মথার সঙ্গে বিজেপি-এর জোট থাকবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। বৃহস্পতিবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের উত্তরে এ কথা জানান ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব।
এদিন সাংবাদিক সম্মেলনে তিনি লোকসভার শীতকালীন অধিবেশনে রাজ্যের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরার কথা উল্লেখ করেন। বিপ্লব কুমার দেব জানান, রাজ্যের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বর্তমানে ১১টি প্রকল্প চালু রয়েছে। এর মধ্যে কয়েকটি সড়ক নির্মাণ প্রকল্প মামলা সংক্রান্ত জটিলতায় রয়েছে এবং সেগুলি বর্তমানে বিচারাধীন।
তিনি আরও জানান, বিলোনিয়ার যোগমায়া কালীবাড়ি, মুহুরীপুরের রাজরাজেশ্বরী কালীবাড়ি এবং সাব্রুমের দ্বৈতেশ্বরী কালীবাড়ির উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে ৩০ কোটি টাকার একটি প্রস্তাব পাঠানো হয়েছে।
আন্তর্জাতিক বিমান পরিষেবা প্রসঙ্গে বিপ্লব কুমার দেব বলেন, বাংলাদেশকে সামনে রেখে আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে গুয়াহাটি–ব্যাংকক আন্তর্জাতিক উড়ানকে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরের সঙ্গে সংযুক্ত করার বিষয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর কাছে চিঠি দেওয়া হয়েছে।
টিটিএএডিসি নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, বর্তমানে বিধানসভায় তিপ্রা মথার সঙ্গে বিজেপি-এর জোট রয়েছে। তবে আসন্ন টিটিএএডিসি নির্বাচনে এই জোট বজায় থাকবে কি না, সে বিষয়ে শেষ সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় নেতৃত্ব।
সাংসদ বিপ্লব কুমার দেব আরও জানান, প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকে রাজ্যের ১৪ জন ব্যক্তির জন্য মোট ৩২ লক্ষ ৪০ হাজার ২৫৯ টাকা সহায়তার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্কুলে ১৯টি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। এছাড়াও কমিউনিটি সেন্টার, মার্কেট শেড, অ্যাম্বুলেন্স এবং ওপেন জিম প্রদান করা হয়েছে বলে তিনি জানান।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ