
রাজকোট, ১৫ জানুয়ারি (হি.স.) : ড্যারিল মিচেলের লড়াইয়ের শতরানে নিউ জিল্যান্ড রাজকোটে দ্বিতীয় ওয়ানডেতে ভারতের বিপক্ষে সাত উইকেটে জয়লাভ করে এবং তিন ম্যাচের সিরিজ ১-১ ব্যবধানে সমতা আনে।
২৮৫ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে কিউইরা ৪৬ রানে ওপেনার ডেভন কনওয়ে এবং হেনরি নিকোলসকে হারায়। তবে, তৃতীয় উইকেটে উইল ইয়ং এবং মিচেলের ১৬২ রানের জুটি নিউ জিল্যান্ডের জয়ের পথ প্রশস্ত করে।
নিউ জিল্যান্ড লক্ষ্য থেকে ৭৭ রান দূরে থাকাকালীন ইয়ং আউট হন, তবুও গ্লেন ফিলিপস এক প্রান্ত ধরে রেখে মিচেলের সেঞ্চুরি বৃথা যায়নি।
ভালো বোলিং করলেও উইকেট পাননি মহম্মদ সিরাজ। একটি করে উইকেট নিয়েছেন হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণ এবং কুলদীপ যাদব।
এর আগে, কে এল রাহুলের ৯২ বলে অপরাজিত ১১২ রান ও শুভমনের ৫৬ রানের সুবাদে ভারত ৫০ ওভারে সাত উইকেটে ২৮৪ রান করে।
নিউ জিল্যান্ডের হয়ে ক্লার্ক ৩টি উইকেট নেন ৫৬ রানের বিনিময়ে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি