তামিলনাড়ু জুড়ে পোঙ্গলের আনন্দ, উৎসবের আমেজে মাতল রাজ্য
চেন্নাই, ১৫ জানুয়ারি (হি.স.): তামিল জাতির প্রধান কৃষিভিত্তিক উৎসব পোঙ্গল বৃহস্পতিবার গোটা তামিলনাড়ু জুড়ে বিপুল উৎসাহ ও আনন্দের সঙ্গে পালিত হচ্ছে। শহর থেকে গ্রাম—সর্বত্রই উৎসবের আমেজ। এই উপলক্ষে ১৪ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত রাজ্যের স্কুল ও কলেজে
তামিলনাড়ু জুড়ে পোঙ্গলের আনন্দ, উৎসবের আমেজে মাতল রাজ্য


চেন্নাই, ১৫ জানুয়ারি (হি.স.): তামিল জাতির প্রধান কৃষিভিত্তিক উৎসব পোঙ্গল বৃহস্পতিবার গোটা তামিলনাড়ু জুড়ে বিপুল উৎসাহ ও আনন্দের সঙ্গে পালিত হচ্ছে। শহর থেকে গ্রাম—সর্বত্রই উৎসবের আমেজ। এই উপলক্ষে ১৪ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত রাজ্যের স্কুল ও কলেজে টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

সূর্যের ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশের মধ্য দিয়ে ‘থাই’ মাসের সূচনা হয়। এই সময়েই সূর্যদেবকে কৃতজ্ঞতা জানানোর উৎসব হিসেবে পোঙ্গল পালিত হয়, যা দেশের অন্যান্য অংশে মকর সংক্রান্তি নামে পরিচিত।

২০২৬ সালে পোঙ্গল উৎসব পড়েছে ১৫ জানুয়ারি, বৃহস্পতিবার। ১৬ জানুয়ারি পালিত হবে মাট্টু পোঙ্গল এবং ১৭ জানুয়ারি কানুম পোঙ্গল।

ভোর থেকেই উৎসবের সূচনা হয়। ঘরবাড়ি পরিষ্কার করে রঙিন আলপনা ও নকশায় সাজানো হয়েছে বাড়ির আঙিনা। ভোগি উৎসবের মাধ্যমে ১৪ জানুয়ারি থেকেই শুরু হয় পোঙ্গলের প্রস্তুতি। বাজারে গুড়, আখ, হলুদের গাছ ও ফুলের চাহিদা চোখে পড়ার মতো। নতুন পোশাক কেনাতেও দেখা যায় ব্যাপক ভিড়।

বৃহস্পতিবার ভোরে ব্রহ্মমুহূর্তে পোঙ্গল রান্না করে দুধ উপচে পড়ার সময় ‘পোঙ্গালো পোঙ্গল’ ধ্বনিতে মুখরিত হয় চারপাশ। মন্দিরগুলিতে চলছে বিশেষ পূজা ও প্রার্থনা। পাশাপাশি বিভিন্ন এলাকায় আয়োজন করা হয়েছে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

উৎসব উপলক্ষে চেন্নাই, বেঙ্গালুরু ও কোয়েম্বাটুর-সহ বড় শহরগুলি থেকে সাত লক্ষের বেশি মানুষ বাস ও ট্রেনে করে নিজেদের গ্রামে ফিরেছেন। যাত্রীদের সুবিধার্থে রাজ্য সরকার ৯ জানুয়ারি থেকেই বিশেষ বাস ও পোঙ্গল স্পেশাল ট্রেন চালু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande