বৃহস্পতিবার চুনি গোস্বামীর জন্মদিন
কলকাতা, ১৫ জানুয়ারি (হি.স.) : চুনি গোস্বামী (জন্ম: ১৫ জানুয়ারী ১৯৩৮ - মৃত্যু: ৩০ এপ্রিল ২০২০) একজন অসাধারণ ভারতীয় ক্রীড়াবিদ ছিলেন। তিনি একজন পেশাদার ফুটবলার এবং একজন শীর্ষ স্তরের ক্রিকেটারও ছিলেন। ফুটবলার হিসেবে তিনি খেলতেন স্ট্রাইকার বা উইঙ্গ
ভারতের স্বর্ণযুগের ফুটবলের অন্যতম কারিগর চুনি গোস্বামীর আজ জন্মদিন


কলকাতা, ১৫ জানুয়ারি (হি.স.) : চুনি গোস্বামী (জন্ম: ১৫ জানুয়ারী ১৯৩৮ - মৃত্যু: ৩০ এপ্রিল ২০২০) একজন অসাধারণ ভারতীয় ক্রীড়াবিদ ছিলেন। তিনি একজন পেশাদার ফুটবলার এবং একজন শীর্ষ স্তরের ক্রিকেটারও ছিলেন।

ফুটবলার হিসেবে তিনি খেলতেন স্ট্রাইকার বা উইঙ্গার হিসেবে। তিনি মোহনবাগান ক্লাব এবং ভারতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন ।

তিনি ১৯৬০ সালে গ্রীষ্মকালীন অলিম্পিকে ভারতের হয়ে খেলেছিলেন। তিনি ১৯৬২ সালের এশিয়ান গেমসে ভারতীয় দলকে স্বর্ণপদক জেতাতে নেতৃত্ব দিয়েছিলেন। ১৯৬৪ সালের এএফসি এশিয়ান কাপেও তার দল দ্বিতীয় স্থান অধিকার করে।

কেরিয়ারে চুনি গোস্বামীর মোহনবাগানের হয়ে ২০০-র বেশি গোল ছিল এবং তিনি কলকাতা লিগের সর্বোচ্চ গোলদাতা (১৪৫ গোল) ছিলেন। আন্তর্জাতিক পর্যায়ে তিনি ৩৭টি ম্যাচ খেলে ১২টি গোল করেছিলেন। তিনি শুধু গোলদাতা নন, একজন 'টোটাল ফুটবলার' হিসেবে তিনি পরিচিত ছিলেন। তাকে সর্বকালের সেরা এশিয়ান খেলোয়াড়দের একজন হিসেবে বিবেচনা করা হয়।

ফুটবলের পাশাপাশি, গোস্বামী একজন প্রতিভাবান ক্রিকেটার ছিলেন। তিনি রঞ্জি ট্রফিতে বাংলা দলের হয়ে খেলেছিলেন। ১৯৭১-৭২ সালে তিনি বাঙলাকে ফাইনালে নিয়ে গিয়েছিলেন।

বাংলার হয়ে ৪৬টি প্রথম শ্রেণির ম্যাচে তিনি ১৫৯২ রান করেছেন এবং ৪৭টি উইকেট নিয়েছেনl

ভারতীয় খেলায় অসামান্য অবদানের জন্য তিনি ১৯৬৩ সালে অর্জুন পুরস্কার এবং ১৯৮৩ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। ২০২০ সালে ভারত সরকার তার সম্মানে একটি ডাক টিকিট প্রকাশ করে l

তিনি একাধারে ফুটবলার, ক্রিকেটার, লন টেনিস খেলোয়াড় এবং একজন সফল ক্রীড়া প্রশাসকও ছিলেন। তিনি কলকাতার শেরিফ হিসেবেও দায়িত্ব পালন করেছেন ।

তাকে ভারতের 'স্বর্ণযুগের' ফুটবলের অন্যতম কারিগর মনে করা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande