
জোলাইবাড়ি (ত্রিপুরা), ১৫ জানুয়ারি (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়ি বাইপাস সংলগ্ন জাতীয় সড়ক-৮-এ বুধবার গভীর রাতে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় মাইরাছড়ির দুই যুবক গুরুতর আহত হয়েছেন।
জানা গেছে, শান্তিরবাজারে আয়োজিত ‘পিঠা পুলি’ উৎসবের শেষ দিনে অংশগ্রহণ করে বাড়ি ফেরার সময় রাত আনুমানিক বারোটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে মোটরসাইকেল চালক রাজু ত্রিপুরা (২৬) এবং সহযাত্রী সমীর ত্রিপুরা (২০)।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত দমকল বাহিনীকে খবর দেন। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত দু’জনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য জোলাইবাড়ি সোশ্যাল হেলথ সেন্টারে নিয়ে যান। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ