
নুহ, ১৬ জানুয়ারি (হি.স.) : হরিয়ানার নুহ জেলায় বড়সড় সাফল্য পেল পুলিশ। শুক্রবার বিছাউর থানার অন্তর্গত বিছাউর গ্রামের একটি বিএপিএল কলোনি এলাকা থেকে প্রায় ৯০০ কেজি নিষিদ্ধ বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়েছে। ঘটনায় তিন অভিযুক্ত পালিয়ে গেলেও বিপুল পরিমাণ বিস্ফোরক বাজেয়াপ্ত করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, পুনহানা-ফারদাদি রোডের বিছাউর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় টহল চলাকালীন গোপন সূত্রে খবর আসে যে, বিছাউর গ্রামের বাসিন্দা ইসা, ইজরায়েল এবং জুলি কোনও বৈধ লাইসেন্স ছাড়াই বারুদ ব্যবহার করে বেআইনিভাবে বাজি তৈরি ও বিক্রি করছিল। অভিযোগ,পিএইচসি বিছাউরের বিপরীতে অবস্থিত বিপিএল কলোনিতে একটি টিনের ছাউনির ভিতরে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত রাখা হয়েছিল।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতেই অভিযুক্তরা মাঠের দিকে পালিয়ে যায়। পরে টিন শেডে তল্লাশি চালিয়ে ১৮টি প্লাস্টিকের বস্তা উদ্ধার হয়। প্রতিটি বস্তায় প্রায় ৫০ কেজি করে হালকা হলুদ রঙের বিস্ফোরক সামগ্রী ছিল। মোট উদ্ধার হয় প্রায় ৯০০ কেজি নিষিদ্ধ বিস্ফোরক।
এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। পলাতক অভিযুক্তদের গ্রেফতারে তল্লাশি অভিযান চলছে। পুলিশ জানিয়েছে, দ্রুত অভিযুক্তদের ধরে গোটা চক্রের পর্দাফাঁস করা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য