
কাবুল, ১৬ জানুয়ারি (হি.স.) : আঘাতের কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আফগানিস্তানের তারকা পেসার নাভিন উল হক। বৃহস্পতিবার রাতে এই তথ্য জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
বোর্ড সূত্রে জানা গেছে, চলতি মাসের শেষদিকে তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা। নাভিন সর্বশেষ ২০২৪ সালের ডিসেম্বর মাসে জিম্বাবুয়ের বিরুদ্ধে আফগানিস্তান দলের হয়ে মাঠে নেমেছিলেন। আঘাতের কারণে বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে তাঁকে না পাওয়া আফগান শিবিরের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।
এখনও পর্যন্ত নাভিনের পরিবর্তে কাউকে চূড়ান্ত করেনি আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তবে রিজার্ভ খেলোয়াড় তালিকায় রয়েছেন স্পিনার এমএম গাজানফার এবং পেসার ইজাজ আহমদজাই ও জিয়া উর রহমান শারিফি। বিকল্প নির্বাচন নিয়ে বোর্ডের মধ্যে আলোচনা চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি