
ফিরোজাবাদ, ১৬ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের ফিরোজাবাদ জেলায় আগ্রা–লখনউ এক্সপ্রেসওয়েতে শুক্রবার একটি মিনি বাসের টায়ার ফেটে গিয়ে ডিভাইডারে ধাক্কা লাগে। দুর্ঘটনায় মহারাষ্ট্রের ৭ জন তীর্থযাত্রী আহত হন। তাঁদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় সাইফাই মিনি পিজিআই-তে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এক্সপ্রেসওয়ের ৭৪ কিলোমিটার মাইলস্টোনের কাছে হঠাৎ বাসটির টায়ার ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। সঙ্গে সঙ্গে বাসটি ডিভাইডারে ধাক্কা মারে। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। গুরুতর আহত চারজনকে সাইফাই মিনি পিজিআই-তে হাসপাতালে স্থানান্তর করা হয় এবং বাকি তিনজনকে সিরসাগঞ্জের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সকলেই মহারাষ্ট্রের বাসিন্দা। তাঁরা অযোধ্যায় রামলালার দর্শন শেষে মথুরার উদ্দেশে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর সিরসাগঞ্জ থানার পুলিশ যান চলাচল স্বাভাবিক করে এবং ক্ষতিগ্রস্ত বাসটি এক্সপ্রেসওয়ে থেকে সরিয়ে দেয়।
এক পুলিশ আধিকারিক জানান, টায়ার ফাটার কারণেই দুর্ঘটনা ঘটে। ঘটনার তদন্ত চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য