
মুম্বই, ১৬ জানুয়ারি (হি.স.): বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা ও ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি আবারও রিয়েল এস্টেট বিনিয়োগে নজর কাড়লেন। মুম্বইয়ের কাছে আলিবাগের জিরাড গ্রামে পাশাপাশি দুটি প্লট কিনেছেন তাঁরা। প্রায় ৫.১ একর জমির এই বিনিয়োগের মোট মূল্য প্রায় ৩৭.৮৬ কোটি টাকা।
জানা গেছে, সমীরা ল্যান্ড অ্যাসেটস প্রাইভেট লিমিটেডের পরিচালক সোনালি অমিত রাজপুতের কাছ থেকে জমি কেনা হয়েছে। ১৩ জানুয়ারি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়, যেখানে স্ট্যাম্প ডিউটি বাবদ প্রায় ২.২৭ কোটি টাকা দেওয়া হয়েছে। লেনদেনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করেন বিরাটের ভাই বিকাশ কোহলি।
উল্লেখ্য, আলিবাগে এটি তাঁদের প্রথম বিনিয়োগ নয়। ২০২২ সালে এখানেই প্রায় ৮ একর জমি কিনে বিলাসবহুল হলিডে হোম তৈরি করেছিলেন অনুষ্কা–বিরাট। বর্তমানে আলিবাগ সেলিব্রিটিদের অন্যতম পছন্দের বিনিয়োগকেন্দ্র হয়ে উঠেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য