
মুম্বই, ১৬ জানুয়ারি (হি.স.): মহারাষ্ট্রের ২৯টি পুরসভার নির্বাচন হয়েছে বৃহস্পতিবার। শুক্রবার সকাল ১০টা থেকে ভোট গণনা। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা শহর। ১৫,৯৩১ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে এদিন।
প্রসঙ্গত, মহারাষ্ট্রের শাসকজোট ‘মহাজুটি’র এক শরিক তথা উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের এনসিপিকে এ বার বিজেপি-শিন্দেসেনা কোনও আসন না ছাড়়ায় তিনি আলাদা ভাবে ৩৭টি আসনে লড়েছেন। এদিকে, ২০২২ সালের জুনে শিবসেনার ভাঙনের পরে এই প্রথম বার মহারাষ্ট্রের বৃহন্নুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)-র ভোট। এর আগে ২০১৭ সালে শেষ বার বিএমসি-র ভোট হয়েছিল। ২২৭টি ওয়ার্ডের মধ্যে ৮৪টিতে জিতে বৃহত্তম দল হয়েছিল উদ্ধবের নেতৃত্বাধীন অবিভক্ত শিবসেনা। ২০১৯ পর্যন্ত বিজেপির সমর্থনে পুরসভা চালালেও সে বছর বিধানসভা ভোটের পর এনডিএ ছেড়েছিলেন উদ্ধব। তার পর কংগ্রেস এবং এনসিপির সমর্থনে পুরসভা চালাচ্ছিল তাঁর দল। কিন্তু মেয়াদ ফুরোনোর পরে ২০২২ সালের মার্চ মাসে প্রশাসক নিয়োগ করা হয়েছিল। এ বার মহারাষ্ট্রের পুরভোটে বিরোধী জোট মহাবিকাশ আঘাড়ীর (এমভিএ) কার্যত কোনও অস্তিত্বই নেই। বিভাজন স্পষ্ট এনডিএ-তেও। বিভিন্ন পুরসভায় স্থানীয় ভিত্তিতে সমঝোতা হয়েছে। তবে এই পুরভোটে সবচেয়ে বড় আলোচ্য বিষয় ১৭ বছর পরে ঠাকরে-ভাইদের একজোট হয়ে লড়াই।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ