কোপা দেল রে: দ্বিতীয় স্তরের দলের বিপক্ষে ঘাম ঝরিয়ে জয় পেল বার্সিলোনা
বার্সিলোনা, ১৬ জানুয়ারি(হি.স.): কোপা দেল রে''তে বৃহস্পতিবার দ্বিতীয় স্তরের দলের কাছে হেরে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ। বার্সিলোনাকেও খেলতে হয়েছে দ্বিতীয় স্তরের দলের বিপক্ষে। সেই ম্যাচেও কষ্টার্জিত জয় পেল হ্যান্সি ফ্লিকের দল। আর এই জয়ে টুর্নামেন্টে
কোপা দেল রে:  দ্বিতীয় স্তরের দলের বিপক্ষে ঘাম ঝরিয়ে জয় পেল বার্সিলোনা


বার্সিলোনা, ১৬ জানুয়ারি(হি.স.): কোপা দেল রে'তে বৃহস্পতিবার দ্বিতীয় স্তরের দলের কাছে হেরে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ। বার্সিলোনাকেও খেলতে হয়েছে দ্বিতীয় স্তরের দলের বিপক্ষে। সেই ম্যাচেও কষ্টার্জিত জয় পেল হ্যান্সি ফ্লিকের দল। আর এই জয়ে টুর্নামেন্টের শেষ আট নিশ্চিত করেছে বার্সা।

দ্বিতীয় স্তরের দল রেসিং ক্লাবের বিপক্ষে ২-০ গোলে জয় পেল বার্সিলোনা। দ্বিতীয়ার্ধে গোল দুটি হয়। একটি গোল করেছেন ফেরান তোরেস, অন্যটি লামিন ইয়ামাল।

পুরো ম্যাচে ৭৭ শতাংশ বল দখলে গোলের জন্য ১৭টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখতে পারে বার্সিলোনা। রেসিংয়ের ৬ শটের তিনটি লক্ষ্যে ছিল।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ ম্যাচ জিতল বার্সিলোনা।আগামী রবিবার (১৮ জানুয়ারি) লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলবে তারা।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande