
নয়া দিল্লি, ১৬ জানুয়ারি (হি.স.) : মরক্কোর স্ট্রাইকার আলাউদ্দিন আজারাই ২০২৫-২৬ মরসুমের বাকি সময়ের জন্য ধারে ইন্দোনেশিয়ার পার্সিজা জাকার্তায় যোগ দিতে নর্থইস্ট ইউনাইটেড ছেড়েছেন, শুক্রবার ইন্ডিয়ান সুপার লিগ ক্লাব ঘোষণা করেছে।
আজারাই ২০২৪ সালের আগস্টে মরক্কোর শীর্ষ-স্তরের দল এফএআর রাবাত থেকে নর্থইস্ট ইউনাইটেডে এক বছরের চুক্তিতে যোগ দিয়েছিলেন, চুক্তিটি আরও এক বছরের জন্য বাড়ানোর বিকল্প ছিল।
৩৩ বছর বয়সী আজারাই হাইল্যান্ডার্সের হয়ে সকল প্রতিযোগিতায় ৪১টি ম্যাচ খেলেছেন, ৩৯টি গোল করেছেন এবং ১৫টি অ্যাসিস্ট করেছেন।
নর্থ ইস্ট-এর সাফল্যে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, কারণ ক্লাবটি পরপর দুটি ডুরান্ড কাপ শিরোপা জিতেছে এবং আইএসএল প্লে-অফ এবং সুপার কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে।
আইএসএল ২০২৪-২৫ মরসুমে, আজারাই ২৫টি খেলায় ২৩টি গোল এবং সাতটি অ্যাসিস্ট করেছিলেন, যার ফলে আইএসএল গোল্ডেন বুট এবং গোল্ডেন বল জিতেছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি