‘ব্যাটল অফ গালওয়ান’ চলচ্চিত্র প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মন্তব্য
নয়াদিল্লি, ১৬ জানুয়ারি(হি. স.): আসন্ন চলচ্চিত্র ‘ব্যাটল অফ গালওয়ান’ নিয়ে চিনের সরকারি সংবাদমাধ্যমে উত্থাপিত আপত্তির প্রেক্ষিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, চলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত বিষয়গুলি তাদের আওতাভুক্ত নয়। শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্
‘ব্যাটল অফ গালওয়ান’ চলচ্চিত্র প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মন্তব্য


নয়াদিল্লি, ১৬ জানুয়ারি(হি. স.): আসন্ন চলচ্চিত্র ‘ব্যাটল অফ গালওয়ান’ নিয়ে চিনের সরকারি সংবাদমাধ্যমে উত্থাপিত আপত্তির প্রেক্ষিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, চলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত বিষয়গুলি তাদের আওতাভুক্ত নয়।

শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, দেশে চলচ্চিত্র নির্মাণ ও বিষয়বস্তু সংক্রান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রহণ করে। এ ধরনের বিষয়ে বিদেশ মন্ত্রকের কোনও ভূমিকা থাকে না।

তিনি আরও বলেন, ভারতে চলচ্চিত্র নির্মাণ মতপ্রকাশের সাংবিধানিক স্বাধীনতার আওতায় পড়ে এবং এই সংক্রান্ত বিষয়গুলি নির্দিষ্ট আইন ও নিয়ম মেনেই পরিচালিত হয়।

উল্লেখযোগ্যভাবে, চিনের সরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে যে, ভারত ও চিনের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ চলাকালীন এই ধরনের চলচ্চিত্র নির্মাণ অপ্রত্যাশিত। পাশাপাশি চলচ্চিত্রে ঘটনার উপস্থাপন নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

প্রসঙ্গত, ‘ব্যাটল অফ গালওয়ান’ চলচ্চিত্রটি ২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে সংঘটিত সংঘর্ষকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে। ওই ঘটনার পর দু’দেশের সম্পর্কে দীর্ঘ সময় ধরে কূটনৈতিক টানাপোড়েন দেখা দিয়েছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande