
ভোপাল, ১৬ জানুয়ারি (হি.স.) : মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব আগামী ১৮ জানুয়ারি থেকে সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন। ১৮ থেকে ২৩ জানুয়ারি ২০২৬ পর্যন্ত দাভোসে অনুষ্ঠিত হতে চলা বিশ্ব অর্থনৈতিক মঞ্চের বার্ষিক বৈঠকে তিনি মধ্যপ্রদেশ রাজ্যের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরবেন।
শুক্রবার মধ্যপ্রদেশ রাজ্য সরকারের জনসংযোগ দফতর সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর পর বিশ্ব অর্থনৈতিক মঞ্চে মধ্যপ্রদেশ সরকারের আনুষ্ঠানিক অংশগ্রহণ রাজ্যের নতুন অর্থনৈতিক গতি ও প্রশাসনিক সক্রিয়তার প্রতিফলন। মুখ্যমন্ত্রী ডঃ যাদবের নেতৃত্বে শিল্পায়ন, বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি রাজ্যের উন্নয়ননীতির কেন্দ্রে রাখা হয়েছে।
দাভোস সফরে মধ্যপ্রদেশ সরকার উৎপাদন শিল্প, নবায়নযোগ্য শক্তি, লজিস্টিকস, বস্ত্র, রাসায়নিক শিল্প, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, বায়োটেক-ফার্মা, রিয়েল এস্টেট, শিক্ষা ও ক্রীড়া পরিকাঠামো-সহ একাধিক ক্ষেত্রে বৈশ্বিক শিল্পমহলের সঙ্গে বিনিয়োগ সংলাপে অংশ নেবে।
এবছর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের থিম ‘এ স্পিরিট অফ ডায়ালগ’। এই ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে মধ্যপ্রদেশ নীতি উপস্থাপন, বিনিয়োগ-কেন্দ্রিক আলোচনা ও দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বে জোর দেবে। ‘ইজ অফ ডুয়িং বিজনেস’, স্বচ্ছ নীতি ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াও বৈশ্বিক বিনিয়োগকারীদের সামনে তুলে ধরা হবে।
আরও জানা গেছে , দাভোসে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আদানি গোষ্ঠীর সঙ্গে বিদ্যুৎ ও প্রতিরক্ষা উৎপাদন সংক্রান্ত সমঝোতা, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে লজিস্টিকস হাব, ফ্রান্সের সানোফির সঙ্গে ভোপালে সেন্টার অফ এক্সেলেন্স এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সহযোগিতায় মধ্যপ্রদেশে ‘সেন্টার ফর ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন’ (C4IR) স্থাপনের প্রস্তাব আলোচনায় থাকবে।
রাজ্য সরকার জানিয়েছে, ‘লোকাল টু গ্লোবাল’ কৌশলের মাধ্যমে মধ্যপ্রদেশ তার প্রাকৃতিক সম্পদ ও দক্ষ মানবসম্পদকে আন্তর্জাতিক মূল্য শৃঙ্খলের সঙ্গে যুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য