তিনদিনের উত্তর কলকাতা আন্তঃ কলেজ জেলা স্পোর্টস আ্যন্ড গেমস চ্যাম্পিয়নশিপ ২০২৫-২০২৬
কলকাতা, ১৬ জানুয়ারি (হি. স.) : উত্তর কলকাতার কলেজ পড়ুয়াদের ক্রীড়া প্রতিভাকে আরও উজ্জ্বল করে তুলতে স্কটিশ চার্চ কলেজের মাঠে শুরু হল তিনদিনের উত্তর কলকাতা আন্তঃ কলেজ জেলা স্পোর্টস অ্যান্ড গেমস চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৬। শিক্ষা অধিদফতর এবং পশ্চিমবঙ্গ
ক্রীড়া প্রতিযোগিতা


কলকাতা, ১৬ জানুয়ারি (হি. স.) : উত্তর কলকাতার কলেজ পড়ুয়াদের ক্রীড়া প্রতিভাকে আরও উজ্জ্বল করে তুলতে স্কটিশ চার্চ কলেজের মাঠে শুরু হল তিনদিনের উত্তর কলকাতা আন্তঃ কলেজ জেলা স্পোর্টস অ্যান্ড গেমস চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৬। শিক্ষা অধিদফতর এবং পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দফতরের উদ্যোগে, আয়োজনে স্কটিশ চার্চ কলেজ - এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছে। উত্তর কলকাতা জেলার মোট ২৫টি কলেজের ছাত্রছাত্রীরা।

শুক্রবার প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট প্রাক্তন ফুটবলার বিদেশ বসু। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যৌথ জনশিক্ষা পরিচালক ড. আশিস ঘোষ, আয়োজক কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরী মণ্ডল, উপাধ্যক্ষ ড. সুপ্রতিম দাশ, প্রতিযোগিতার কনভেনার ড. উপেন্দ্রনাথ নন্দী-সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।

উদ্বোধনী দিনের প্রতিযোগিতায় দৌড়, লং জাম্প, হাই জাম্প, শট পুট-সহ বিভিন্ন ট্র্যাক ও ফিল্ড ইভেন্ট অনুষ্ঠিত হয়। খেলোয়াড়দের উদ্দীপনা এবং প্রতিযোগিতার মান নজর কেড়েছে দর্শকদের। আগামী দু’দিন, অর্থাৎ ১৭ ও ১৮ জানুয়ারি ওই মাঠে ফুটবল ও খো-খো চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে।

আয়োজকদের মতে, এই ধরনের আন্তঃকলেজ প্রতিযোগিতা কলেজ স্তরে ক্রীড়া সংস্কৃতিকে আরও সুদৃঢ় করার পাশাপাশি ভবিষ্যতের প্রতিভাবান ক্রীড়াবিদ তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande