জয়পুরে হনুমান মহাযজ্ঞে সামিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
জয়পুর, ১৬ জানুয়ারি (হি. স.) : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুক্রবার একদিনের সফরে রাজস্থানের রাজধানী জয়পুরে পৌঁছান। তাঁর এই সফরের মূল আকর্ষণ ছিল সিকর রোডের নিন্দড় এলাকায় আয়োজিত ''১০০৮ কুণ্ডীয় হনুমান মহাযজ্ঞ'' এবং শ্রীরাম কথা অনুষ্ঠান। সেখানে জগ
জয়পুরে হনুমান মহাযজ্ঞে সামিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু


জয়পুর, ১৬ জানুয়ারি (হি. স.) : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুক্রবার একদিনের সফরে রাজস্থানের রাজধানী জয়পুরে পৌঁছান। তাঁর এই সফরের মূল আকর্ষণ ছিল সিকর রোডের নিন্দড় এলাকায় আয়োজিত '১০০৮ কুণ্ডীয় হনুমান মহাযজ্ঞ' এবং শ্রীরাম কথা অনুষ্ঠান। সেখানে জগদ্গুরু স্বামী রামভদ্রাচার্য মহারাজের সান্নিধ্যে বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে বিশ্ব কল্যাণের কামনায় যজ্ঞে পূর্ণাহুতি দেন রাষ্ট্রপতি।

এই আধ্যাত্মিক অনুষ্ঠানে রাষ্ট্রপতির সঙ্গে উপস্থিত ছিলেন রাজস্থানের রাজ্যপাল হরিভাউ বাগড়ে এবং মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। রাষ্ট্রপতি মহাযজ্ঞে বিশেষ পূজা দেন এবং দেশের সুখ-সমৃদ্ধি ও খুশির জন্য প্রার্থনা করেন। যজ্ঞ শেষে রাষ্ট্রপতি, রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী একত্রে যজ্ঞশালা পরিক্রমা করেন। এদিন অনুষ্ঠান চলাকালীন রাষ্ট্রপতি জগদ্গুরু রামভদ্রাচার্য মহারাজের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।

প্রসঙ্গত, এদিন রাষ্ট্রপতি জয়পুর বিমানবন্দরে পৌঁছালে মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা পুষ্পস্তবক দিয়ে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। এছাড়াও বিমানবন্দরে উপস্থিত ছিলেন উপ-মুখ্যমন্ত্রী দিয়া কুমারী, ড. প্রেমচাঁদ বৈরবা, সাংসদ মদন রাঠোর, মুখ্য সচিব ভি. শ্রীনিবাস এবং পুলিশ মহানির্দেশক রাজীব কুমার শর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও উচ্চপদস্থ আধিকারিকরা।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande