
ম্যানচেস্টার, ১৬ জানুয়ারি(হি.স.):ভারতের তারকা ওপেনিং ব্যাটসম্যান স্মৃতি মান্ধানাকে বৃহস্পতিবার আসন্ন হান্ড্রেড উইমেনস প্রতিযোগিতার জন্য ম্যানচেস্টার সুপার জায়ান্টস চুক্তিবদ্ধ করেছে।
এই স্টাইলিশ বাঁ-হাতি বোলার ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের চারটি সংস্করণে অংশ নিয়েছেন, সাউদার্ন ব্রেভের হয়ে ২৯ ইনিংসে ৬৭৬ রান করেছেন।
এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত ছয়জন ভারতীয়ের মধ্যে মান্ধানাও আছেন। তালিকায় রয়েছেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর, তারকা অলরাউন্ডার দীপ্তি শর্মা, অসাধারণ ওপেনার শেফালি ভার্মা, আক্রমণাত্মক উইকেটরক্ষক-ব্যাটসম্যান রিচা ঘোষ এবং মিডল অর্ডার অ্যাঙ্কর জেমিমা রদ্রিগেজ।
সুপার জায়ান্টস অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মেগ ল্যানিং-এর সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার ঘোষণাও দিয়েছে, যিনি এর আগে টুর্নামেন্টে লন্ডন স্পিরিট এবং ওভাল ইনভিন্সিবলসের প্রতিনিধিত্ব করেছেন। ১৮টি ম্যাচে ল্যানিং ১৩২.০৮ স্ট্রাইক রেটে ৪৫৭ রান করেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি