
কলকাতা, ১৬ জানুয়ারি (হি. স.) : বাংলার প্রাক্তন ক্রিকেটার অজয় ভার্মা প্রয়াত। তাঁর মৃত্যুতে বাংলার ক্রীড়া জগতে, বিশেষ করে ক্রিকেট মহলে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। সিএবি সূত্রে জানা গিয়েছে যে, বৃহস্পতিবার সকালে অসুস্থতা বোধ করায় তাঁকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই গতকাল রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।উল্লেখ্য, বাংলার হয়ে ২৫টি প্রথম শ্রেণীর ও ১১টি লিস্ট-'এ' ম্যাচ খেলেছেন অজয়। তিনি সিএবি-র 'ভিশন-২০২৮' প্রকল্পের অন্যতম কোচ ছিলেন। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও রঞ্জি ট্রফি-সহ বিভিন্ন প্রতিযোগিতায় ১২ বছর ধরে বাংলা দলের হয়ে বহু স্মরণীয় পারফরম্যান্স উপহার দিয়েছেন তিনি।প্রসঙ্গত, ১৯৮৬-৮৭ মরসুমে প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর অভিষেক হয়। তিনটি শতরান-সহ প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর ১২৬৩ রান রয়েছে। ব্যক্তিগত সর্বাধিক স্কোর ১৬২ রান। ডানহাতি অফ-ব্রেক বোলার অজয় প্রথম শ্রেণীর ক্রিকেটে ৪৬টি উইকেট দখল করেন, যার মধ্যে সেরা বোলিং পারফরম্যান্স ৫৬ রানে ৬ উইকেট। ১৯৯৭-৯৮ মরসুমে তিনি প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর নেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত