স্টার্টআপ ইন্ডিয়া দশক পূর্তিতে উত্তর প্রদেশে প্রযুক্তিনির্ভর উন্নয়নের ছাপ
লখনউ, ১৬ জানুয়ারি (হি.স.) : স্টার্টআপ ইন্ডিয়ার দশ বছর পূর্তিতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তর প্রদেশ দ্রুত উদ্ভাবন, গবেষণা ও আধুনিক প্রযুক্তিনির্ভর অর্থনীতির দিকে এগিয়ে চলেছে। রাজ্যে গড়ে ওঠা ৭টি সেন্টার অব এক্সেলেন্স স্টার্টআপ ইকোসিস্
স্টার্টআপ ইন্ডিয়া দশক পূর্তিতে উত্তর প্রদেশে প্রযুক্তিনির্ভর উন্নয়নের ছাপ


লখনউ, ১৬ জানুয়ারি (হি.স.) : স্টার্টআপ ইন্ডিয়ার দশ বছর পূর্তিতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তর প্রদেশ দ্রুত উদ্ভাবন, গবেষণা ও আধুনিক প্রযুক্তিনির্ভর অর্থনীতির দিকে এগিয়ে চলেছে। রাজ্যে গড়ে ওঠা ৭টি সেন্টার অব এক্সেলেন্স স্টার্টআপ ইকোসিস্টেমকে শক্তিশালী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

শুক্রবার সরকারি সূত্রে জানানো হয়েছে, এই সেন্টার অব এক্সেলেন্সগুলির মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ব্লকচেন, মেডিটেক, টেলিকম, ড্রোন, অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং ও অটোমোটিভ প্রযুক্তির মতো অগ্রাধুনিক ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহ দেওয়া হচ্ছে। এর ফলে যুব উদ্যোগপতিরা আন্তর্জাতিক মানের স্টার্টআপ গড়ে তোলার সুযোগ পাচ্ছেন।

জানানো হয়েছে, নির্বাচিত প্রোডাক্ট-ভিত্তিক স্টার্টআপগুলিকে উন্নত ল্যাব সুবিধা, কো-ওয়ার্কিং স্পেস, গবেষণা সহায়তা, প্রোডাক্ট টেস্টিং ও অভিজ্ঞ মেন্টরশিপ প্রদান করা হচ্ছে। এর মূল লক্ষ্য হল প্রতিভাবান যুবকদের জন্য প্রয়োজনীয় পরিকাঠামোর অভাব যেন উন্নয়নের পথে বাধা না হয়ে দাঁড়ায়।

রাজ্যের বিভিন্ন শহরে এই ৭টি সেন্টার অব এক্সেলেন্স স্থাপনের ফলে আঞ্চলিক উন্নয়নও গতি পেয়েছে। এর মাধ্যমে ছোট শহর ও মফস্বলের যুবকরাও নিজ রাজ্যেই বিশ্বমানের প্রযুক্তিগত সুযোগ-সুবিধা পাচ্ছেন।

সরকারি কর্তৃপক্ষের মতে, এই উদ্যোগের মাধ্যমে উত্তর প্রদেশকে একটি শক্তিশালী ইনোভেশন হাব হিসেবে গড়ে তোলার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘমেয়াদি শিল্প বিনিয়োগ নিশ্চিত করা সম্ভব হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande