শনিবার দেহরাদূন সফরে উপ-রাষ্ট্রপতি, শহরজুড়ে কড়া নিরাপত্তা
দেহরাদূন, ১৬ জানুয়ারি (হি.স.): ভারতের উপ-রাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন শনিবার দেহরাদূনে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে যোগ দিতে আসছেন। তাঁর এই সফরকে কেন্দ্র করে গোটা শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অনুষ্ঠানস্থল এবং যাতায়াতের
শনিবার দেহরাদূন সফরে উপ-রাষ্ট্রপতি, শহরজুড়ে কড়া নিরাপত্তা


দেহরাদূন, ১৬ জানুয়ারি (হি.স.): ভারতের উপ-রাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন শনিবার দেহরাদূনে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে যোগ দিতে আসছেন। তাঁর এই সফরকে কেন্দ্র করে গোটা শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অনুষ্ঠানস্থল এবং যাতায়াতের পথে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি এবং উঁচু স্থানগুলো থেকে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

উপ-রাষ্ট্রপতির সফর উপলক্ষে শুক্রবার দেহরাদূন পুলিশ লাইনে নিরাপত্তার দায়িত্বে থাকা সমস্ত পুলিশ কর্মীদের নিয়ে একটি ব্রিফিং সেশন আয়োজন করেন উচ্চপদস্থ আধিকারিকরা। সেখানে নিরাপত্তা ব্যবস্থার পর্যালোচনা করা হয় এবং ডিউটিতে থাকা কর্মীদের অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আইজি (অপরাধ ও আইন-শৃঙ্খলা) সুনীল কুমার মীণা এবং দেহরাদূনের এসএসপি অজয় সিং পুলিশ কর্মীদের নির্দেশ দিয়েছেন যে, ডিউটি শুরুর অন্তত তিন ঘণ্টা আগে নির্ধারিত স্থানে পৌঁছে চারপাশ পরিদর্শন করতে হবে। কোনও সন্দেহভাজন বস্তু দেখলে তৎক্ষণাৎ উচ্চপদস্থ আধিকারিককে জানাতে হবে। অ্যান্টি-সাবোতাজ চেকিংয়ের পর শুধুমাত্র আমন্ত্রিত এবং তালিকাভুক্ত ব্যক্তিদেরই অনুষ্ঠানস্থলে প্রবেশের অনুমতি দেওয়া হবে। অনুষ্ঠানস্থলের নিকটবর্তী উঁচু ভবন এবং জলের ট্যাঙ্কগুলোতে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ভিভিআইপি রুট বা যাতায়াতের পথে যান চলাচল নিয়ন্ত্রণ ও নিরাপত্তার জন্য বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট ইনচার্জদের।

ব্রিফিং চলাকালীন পুলিশ মহানির্দেশক সুনীল কুমার মীণা ছাড়াও এসপি সদর দফতর রামচন্দ্র রাজগুরু, দেহরাদূনের এসএসপি অজয় সিং, টিহরির এসএসপি আয়ুষ আগরওয়াল এবং ভিভিআইপি ডিউটিতে থাকা অন্যান্য বরিষ্ঠ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande