
নাগপুর, ১৬ জানুয়ারি (হি.স.) : নাগপুর পৌর নিগমের ৩ নং ওয়ার্ড (ডি) থেকে অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রার্থী আলিশা ফাহিম খান বিজয়ী হয়েছেন। তিনি নাগপুর দাঙ্গার প্রধান অভিযুক্ত ফাহিম খানের স্ত্রী, যিনি বর্তমানে জামিনে মুক্ত। একই এলাকা থেকে এআইএমআইএম-এর তিন প্রার্থী নির্বাচিত হয়েছেন।
নাগপুরে রাজনীতি আবারও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। নিকটবর্তী এলাকা নং ৬-এ মুসলিম লিগের চার প্রার্থী নির্বাচিত হওয়ায় উত্তর নাগপুরের রাজনৈতিক চিত্রে নজর জমেছে।
মার্চ ২০২৫-এ মহাল এলাকায় দাঙ্গার পর ফাহিম খানকে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়। পুলিশ ও পৌর নিগমের আধিকারিকরা ওই পরিবারের দুই তলা বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়।
নির্বাচনী লড়াইয়ে আলিশা খান মূলত এলাকার নাগরিক সমস্যাগুলোর ওপর জোর দিয়েছিলেন। তাঁর প্রচারের মূল বিষয় ছিল জলাবদ্ধতা, অপর্যাপ্ত জলনিষ্কাশন ব্যবস্থা, সরকারি স্কুলগুলোর জরাজীর্ণ দশা, বস্তি নিয়মিতকরণ এবং জরুরি চিকিৎসা পরিষেবার অভাব।
বিজয়ী হওয়ার পর আলিশা খান বলেন, “স্বামীর কারাদণ্ড আমাকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি জুগিয়েছে। এই জয় নাগপুর রাজনীতিতে নতুন আলোচনার সূত্রপাত করবে।”
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য