পিএনবি জালিয়াতিতে ১০ বছর ধরে পলাতক অভিযুক্ত গ্রেফতার, সিবিআইয়ের বড় সাফল্য
​নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.) : পঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে ৪ কোটি টাকার ঋণ জালিয়াতি মামলায় দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে পলাতক থাকা মূল অভিযুক্ত জিতেন্দ্র কুমারকে গ্রেফতার করল সিবিআই। গত বৃহস্পতিবার উত্তর প্রদেশের মিরাট থেকে তাকে পাকড়াও কর
পিএনবি জালিয়াতিতে ১০ বছর ধরে পলাতক অভিযুক্ত গ্রেফতার, সিবিআইয়ের বড় সাফল্য


​নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.) : পঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে ৪ কোটি টাকার ঋণ জালিয়াতি মামলায় দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে পলাতক থাকা মূল অভিযুক্ত জিতেন্দ্র কুমারকে গ্রেফতার করল সিবিআই। গত বৃহস্পতিবার উত্তর প্রদেশের মিরাট থেকে তাকে পাকড়াও করেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

​শনিবার কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) জানিয়েছে, জালিয়াতির সূত্রপাত ২০১৩ সালে। দিল্লির জোরবাগ শাখার পিএনবি থেকে ভুয়ো সম্পত্তির নথি দেখিয়ে বিপুল অংকের ঋণ নেওয়া হয়েছিল। তদন্তে দেখা যায়, অভিযুক্ত জিতেন্দ্র নথিতে জামিনদারের নামের জায়গায় কারচুপি করে নিজের ছবি ব্যবহার করেছিল এবং জাল বিক্রয় দলিলের মাধ্যমে ঋণের টাকা বিভিন্ন অ্যাকাউন্টে সরিয়ে নিয়েছিল।

​২০১৪ সালে আদালত জিতেন্দ্রকে ‘পলাতক অপরাধী’ ঘোষণা করে। দীর্ঘ ১২ বছর ধরে সে পরিচয় লুকিয়ে বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছিল। অবশেষে গোপন সূত্র ও প্রযুক্তিগত নজরদারির ভিত্তিতে মিরাটে বিশেষ অভিযান চালিয়ে সিবিআই তাকে গ্রেফতার করে। আদালত অভিযুক্তকে তিন দিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছে। এই চক্রে ব্যাংকের কোনো আধিকারিক জড়িত ছিলেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande