
নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.) : আতিশী ভিডিও বিতর্কে সত্যেরই জয় হয়েছে বলে দাবি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির রিপোর্টে স্পষ্ট হয়েছে, বিধানসভা শীতকালীন অধিবেশনের ওই ভিডিওতে কোনও ধরনের কাটছাঁট বা বিকৃতি করা হয়নি।
শনিবার সামাজিক মাধ্যমে করা পোস্টে মুখ্যমন্ত্রী বলেন, ৬ জানুয়ারি বিধানসভায় আতিশীর করা মন্তব্য সংক্রান্ত ভিডিওটি একশো শতাংশ প্রামাণিক। তবুও নিজেদের ভুল স্বীকার না করে আম আদমি পার্টি পঞ্জাব সরকার ও পুলিশের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন তিনি।
মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার দাবি, অরবিন্দ কেজরিওয়ালের আশ্রয়ে সরকারি সংস্থাগুলির অপব্যবহার করে সত্য চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে ফরেনসিক রিপোর্টে সেই চক্রান্ত প্রকাশ্যে এসেছে। গুরুদের অবমাননার জন্য আপ নেতৃত্বকে দেশবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, এই বিতর্কের সূত্রপাত হয় ৬ জানুয়ারি দিল্লি বিধানসভার শীতকালীন অধিবেশনে। ওইদিন বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেত্রী আতিশী গুরু গোবিন্দ সিং ও তাঁর চার পুত্রের আত্মবলিদান নিয়ে এমন একটি মন্তব্য করেন, যা বিজেপির তরফে অশালীন ও অসম্মানজনক বলে অভিযোগ করা হয়।
বক্তব্যের ভিডিও সামনে আসতেই বিষয়টি নিয়ে তীব্র রাজনৈতিক ঝড় ওঠে। বিজেপি দাবি করে, গুরুদের মতো পবিত্র ঐতিহাসিক ব্যক্তিত্বদের নিয়ে এমন মন্তব্য ক্ষমার অযোগ্য। অন্যদিকে, আম আদমি পার্টির তরফে অভিযোগ করা হয় যে ভিডিওটি এডিট করা ও বিকৃত করা হয়েছে।
এই অভিযোগের পর বিষয়টি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়। অবশেষে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির রিপোর্টে প্রমাণিত হয়, ভিডিওতে কোনও ধরনের কাটছাঁট বা কারসাজি হয়নি। এই রিপোর্ট সামনে আসার পরই নতুন করে রাজনৈতিক চাপ বাড়ায় বিজেপি এবং মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আপ নেতৃত্বের কাছে প্রকাশ্যে ক্ষমা দাবি করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য