
নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি স.) : আগামী ১৮ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত নয়াদিল্লির আইএনএ-স্থিত বিখ্যাত ‘দিল্লি হাট’-এ আয়োজিত হতে চলেছে ‘পিএম বিশ্বকর্মা হাট-২০২৬’। রবিবার, ১৮ জানুয়ারি এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কেন্দ্রীয় ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প মন্ত্রী জিতন রাম মাঝি।
শনিবার কেন্দ্রীয় এমএসএমই মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঝির সঙ্গে উপস্থিত থাকবেন এমএসএমই প্রতিমন্ত্রী শোভা করন্দলাজে। দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ১১৭ জনেরও বেশি দক্ষ কারিগর এই প্রদর্শনীতে অংশ নেবেন। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার অধীনে আয়োজিত এই প্রদর্শনী প্রতিদিন সকাল ১০.৩০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত সাধারণ মানুষের জন্য খোলা থাকবে।
মন্ত্রকের মতে, ‘পিএম বিশ্বকর্মা হাট’-এর মূল লক্ষ্য হলো ভারতের ঐতিহ্যবাহী কারুশিল্পের সমৃদ্ধ উত্তরাধিকারকে তুলে ধরা এবং উদযাপন করা। এই প্রদর্শনী হস্তশিল্পীদের জন্য একটি বিশেষ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যেখানে তাঁরা তাঁদের হাতে তৈরি পণ্য জাতীয় ও আন্তর্জাতিক ক্রেতা এবং সাধারণ মানুষের কাছে প্রদর্শন ও বিক্রয় করার সুযোগ পাবেন।
এই প্রদর্শনীতে বিভিন্ন ঘরানার ঐতিহ্যবাহী হস্তশিল্পের সমাহারের পাশাপাশি থাকবে কারুশিল্পের লাইভ প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এই আয়োজনটি মূলত বিশ্বকর্মার অভিযান, উন্নত ভারত নির্মাণ—এই মন্ত্রকে সামনে রেখে সাজানো হয়েছে। ঐতিহ্যবাহী শিল্পকলাকে বাঁচিয়ে রাখা এবং দেশের এমএসএমই পরিকাঠামোকে শক্তিশালী করতে ভারত সরকারের অঙ্গীকারের এক অনন্য প্রতিফলন এই ‘পিএম বিশ্বকর্মা হাট ২০২৬’।
হিন্দুস্থান সমাচার / সোনালি