বিমানবন্দর থেকে আজারা, বর্ণাঢ্য রোড শো-র মাধ্যমে দু-দিনের অসম সফর শুরু প্রধানমন্ত্রীর
গুয়াহাটি, ১৭ জানুয়ারি (হি.স.) : গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজারা পর্যন্ত এক বর্ণাঢ্য রোড শো-র মাধ্যমে দু-দিনের সফর শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দর থেকে আজারা, আজারা থেকে সরুসজাই স্টেডিয়াম পর্য
বিমানবন্দর থেকে রোড শো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর


সরুসজাই পৰ্যন্ত বিপুল জনসমাগম ও নানা রঙের সাংস্কৃতিক প্রদর্শনী


বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে উষ্ণ স্বাগত জানাচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, রয়েছেন রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য


গুয়াহাটি, ১৭ জানুয়ারি (হি.স.) : গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজারা পর্যন্ত এক বর্ণাঢ্য রোড শো-র মাধ্যমে দু-দিনের সফর শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দর থেকে আজারা, আজারা থেকে সরুসজাই স্টেডিয়াম পর্যন্ত, প্রায় ২০ কিলোমিটার পথজুড়ে বিপুল জনসমাগম ও নানা রঙের সাংস্কৃতিক প্রদর্শনী প্রধানমন্ত্রীর রোড শো-কে উৎসবের রূপ দিয়েছে।

দীর্ঘ রোড শো চলাকালীন ১৭ নম্বর জাতীয় সড়কের দু-পাশে দণ্ডায়মান মানুষজন হাত নেড়ে ও উচ্ছ্বাস প্রকাশ করে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। রোড শো-টি অসমের সমৃদ্ধ জাতিগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যের এক অনন্য উদযাপনে পরিণত হয়। রাস্তার ধারে একাধিক মঞ্চে রাজ্যের বিভিন্ন জাতি-জনগোষ্ঠীর শো শো শিল্পী তাঁদের ঐতিহ্যবাহী পরিবেশনা উপস্থাপন করেছেন।

গুয়াহাটির বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে উষ্ণ স্বাগত জানিয়েছেন অসমের রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য, মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা এবং রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকগণ। প্রদেশ বিজেপি সভাপতি তথা লোকসভার সদস্য দিলীপ শইকিয়া এবং দলের অন্যান্য জ্যেষ্ঠ নেতৃত্ব রোড শো-য় প্রধানমন্ত্রীর গাড়ি বহরে ছিলেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande