এফকন:২০২৬: মিশরের বিপক্ষে শুটআউটে জয়ের পর নাইজেরিয়া তৃতীয় স্থান অর্জন করেছে
কাসাব্লাংকা, মরক্কো, ১৮ জানুয়ারি(হি.স.): শনিবার আফ্রিকা কাপ অফ নেশনস-এর তৃতীয় স্থান নির্ধারণী প্লে-অফে ০-০ গোলে ড্রয়ের পর, অ্যাডেমোলা লুকম্যান স্পট-কিক থেকে গোল করে নাইজেরিয়াকে ৪-২ গোলে মিশরের বিপক্ষে জয় এনে দেন। ২০২৫ সালের এফকন ফাইনালে শ্যুট
এফকন:২০২৬: মিশরের বিপক্ষে শুটআউটে জয়ের পর নাইজেরিয়া তৃতীয় স্থান অর্জন করেছে


কাসাব্লাংকা, মরক্কো, ১৮ জানুয়ারি(হি.স.): শনিবার আফ্রিকা কাপ অফ নেশনস-এর তৃতীয় স্থান নির্ধারণী প্লে-অফে ০-০ গোলে ড্রয়ের পর, অ্যাডেমোলা লুকম্যান স্পট-কিক থেকে গোল করে নাইজেরিয়াকে ৪-২ গোলে মিশরের বিপক্ষে জয় এনে দেন।

২০২৫ সালের এফকন ফাইনালে শ্যুট-আউটে হেরে যাওয়ার হতাশার পর কাসাব্লাঙ্কায় সুপার ঈগলদের জয় আসে।

গত নভেম্বরে বিশ্বকাপ আন্তঃমহাদেশীয় প্লে-অফে খেলার জন্য অনুষ্ঠিত প্লে-অফে নাইজেরিয়া ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর কাছে পেনাল্টিতে হেরে যায়।

তারপর, তিন দিন আগে, তারা এফকন সেমিফাইনালে স্বাগতিক মরক্কোর কাছে আরেকটি শুটআউটে হেরে ব্যর্থ হয়।

আগের সাতটি প্লে-অফ জয়ের পর, সাফল্য তৃতীয় স্থান অর্জনকারী এফকন ম্যাচে একটি নিখুঁত নাইজেরিয়ান রেকর্ড বজায় রেখেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande