বিতর্কের পর মুখ খুললেন এ আর রহমান
মুম্বই, ১৮ জানুয়ারি (হি.স.) : বলিউডে ‘সাম্প্রদায়িক বৈষম্য’ সংক্রান্ত মন্তব্য ঘিরে বিতর্কের মধ্যে অবশেষে মুখ খুললেন বিশ্বখ্যাত সঙ্গীত পরিচালক এ আর রহমান। সামাজিক মাধ্যমে ও চলচ্চিত্র মহলে তীব্র প্রতিক্রিয়ার পর রহমান স্পষ্ট করেন, তাঁর বক্তব্য ভুলভাবে
বিতর্কের পর মুখ খুললেন এ আর রহমান


মুম্বই, ১৮ জানুয়ারি (হি.স.) : বলিউডে ‘সাম্প্রদায়িক বৈষম্য’ সংক্রান্ত মন্তব্য ঘিরে বিতর্কের মধ্যে অবশেষে মুখ খুললেন বিশ্বখ্যাত সঙ্গীত পরিচালক এ আর রহমান। সামাজিক মাধ্যমে ও চলচ্চিত্র মহলে তীব্র প্রতিক্রিয়ার পর রহমান স্পষ্ট করেন, তাঁর বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং তাঁর উদ্দেশ্য কখনও কারও অনুভূতিতে আঘাত করা ছিল না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ আর রহমান জানিয়েছিলেন, বিগত ৭–৮ বছরে বলিউডে তাঁর কাজের প্রস্তাব কমে যাওয়ার পেছনে কিছু ‘সাম্প্রদায়িক কারণ’ থাকতে পারে। এই মন্তব্য ঘিরে জোর বিতর্ক শুরু হয়। জাভেদ আখতার-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব প্রতিক্রিয়া জানান। এরপরই রবিবার সামাজিক মাধ্যমে (ইনস্টাগ্রামে) একটি ভিডিও বার্তায় নিজের অবস্থান ব্যাখ্যা করেন রহমান।

ভিডিওতে তিনি বলেন, “আমি একজন সঙ্গীতশিল্পী। আমার কাজ মানুষকে এক করা, বিভাজন নয়। আমি শুধু নিজের অভিজ্ঞতা ভাগ করেছিলাম, কিন্তু তা ভুলভাবে বোঝা হয়েছে।” তিনি আরও জানান, তাঁর গোটা জীবন ও সৃষ্টিকর্ম একতা, সম্মান ও সাংস্কৃতিক সম্প্রীতির বার্তাই বহন করে।

রহমান তাঁর সাম্প্রতিক কাজের কথাও তুলে ধরেন—ওয়েভ সামিটে ‘জলা’ পরিবেশনা, নাগাল্যান্ডের তরুণ শিল্পীদের সঙ্গে কাজ, বহুসাংস্কৃতিক ভার্চুয়াল ব্যান্ড ‘সিক্রেট মাউন্টেন’, এবং হ্যান্স জিমারের সঙ্গে ‘রামায়ণ’ ছবির সঙ্গীত নির্মাণের বিষয়টি উল্লেখ করেন।

বার্তার শেষে তিনি ভারতের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তাঁর সঙ্গীত অতীতকে সম্মান করে, বর্তমানকে উদযাপন করে এবং ভবিষ্যৎকে অনুপ্রাণিত করে—কখনওই বিভাজনের জন্য নয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande