
রিয়াদ, ১৮ জানুয়ারি(হি.স.): ২০২৬ সালে নিজেদের চতুর্থ ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল আল নাসর। সৌদি প্রো লিগে শনিবার আল শাবাবকে ৩-২ গোলে হারাল আল নাসর। এই ম্যাচে গোল পাননি রোনাল্ডো।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই আল নাসর এগিয়ে যায় ইয়াসলামের গোলে। ছয় মিনিট পর আবারও গোল করেন কিংসলে কোম্যান। স্কোর লাইন দাঁড়ায় ২-০। তখনও মনে হচ্ছিল বড় জয় পাবে আল নাসর।
কিন্তু আল শাবাব হাল ছাড়েনি। ম্যাচে চাপ বাড়ায় তারা। চাপে পড়ে ৩১ মিনিটে আত্মঘাতী গোল খেয়ে ২-১এ পিছিয়ে পড়ে তারা। আল নাসরের ডিফেন্ডার মোহামেদ সিমাকান নিজেদের জালে বল পাঠান।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয় আল শাবাব। কার্লোস জুনিয়র বক্সে ঢুকে গোল করে ম্যাচে সমতা ফেরান।দুই গোলে পিছিয়ে থেকেও ম্যাচে ফিরে এবার বড় ধাক্কা খায় আল শাবাব। ভিনসেন্ট সিয়েরো লাল কার্ড দেখলে ১০ জনের দল হয় তারা। সুয়োগটা পেয়ে ৭৬ মিনিটে জয়সূচক গোলটি করেন আল নাসরের আবদুলরাহমান ঘারিব। এই ৩-২ এ জয় নিয়েই ২০২৬ সালের প্রথম জয় তুলে নেয় রোনাল্ডোর দল।
এই জয়ে ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লিগে দ্বিতীয় স্থানে আছে আল নাসর। শীর্ষে থাকা আল হিলালের পয়েন্ট ৩৮।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি